আমিন মোহাম্মদ গ্রুপের গ্রাহক সেবা পক্ষ, আশাতীত সাড়া

গত ২০ অক্টোবর শুরু হয় আমিন মোহাম্মদ গ্রুপের গ্রীন মডেল টাউন ও আমিন মোহাম্মদ সিটি প্রকল্পের ‘গ্রাহকসেবা পক্ষ ২০১৬’। এতে হাজির হন বিপুলসংখ্যক ক্রেতা। গ্রাহকসেবা পক্ষে আকর্ষণীয় মূল্যে প্লট কেনার সুবিধাসহ প্রকল্পে বাড়ি নির্মাণ-সংক্রান্ত ও অন্যান্য আনুষঙ্গিক সহায়তা দেওয়া হচ্ছে। এই সুযোগ-সুবিধা গ্রাহকেরা পাবেন ৫ নভেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তি।