ইউএস-বাংলা এয়ার সেরা বিমান সংস্থা

ইউএস-বাংলা এয়ারলাইনস পরপর দুই বছর দেশের সেরা এয়ারলাইনস নির্বাচিত হয়েছে। দেশে-বিদেশে ভ্রমণকারী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ ট্রাভেলার্স ফোরাম ২০১৫ সালের জন্য বেসরকারি এই এয়ারলাইনসকে দেশীয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ এয়ারলাইনসের স্বীকৃতি দিয়েছে। এ জন্য দেশের সব এয়ারলাইনসের ইন-ফ্লাইট সার্ভিস, ফ্লাইট সংখ্যা, অন-টাইম পারফরম্যান্স, সহনীয় ভাড়া, গন্তব্যসংখ্যা প্রভৃতি বিষয় বিবেচনা করা হয়েছে। গত বছরও ইউএস-বাংলাকে ‘শ্রেষ্ঠ অভ্যন্তরীণ এয়ারলাইনস’ নির্বাচিত করেছিল এই ট্রাভেলার্স ফোরাম।
বিজ্ঞপ্তি