জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্প্রতি ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) সংক্রান্ত পরামর্শ সেবা দেওয়ার জন্য হেল্পলাইন চালু করেছে। অনলাইনে ই-টিআইএন নিতে কোনো সমস্যা হলে সমাধান মিলবে। হেল্পলাইনের নম্বর হলো ০৯৬১১৭৭৭১১১। দিন-রাত ২৪ ঘণ্টা এ হেল্পলাইন খোলা আছে। যে কেউ ই-টিআইএন নিতে চাইলে www.incometax.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তবে জাতীয় পরিচয়পত্র ছাড়া ই-টিআইএন নেওয়া যায় না।