নারী উদ্যোক্তাদের নিয়ে ঢাকায় শুরু হয়েছে উদ্যোক্তা হাট

দুই দিনব্যাপী এ মেলায় মোট ৩০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।

নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য ও সেবা নিয়ে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে শুরু হয়েছে আনিসুল হক কোহর্ট উদ্যোক্তা হাট। দুই দিনব্যাপী এ মেলায় মোট ৩০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করা হয়। আজ বুধবারও এ হাট চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

এবারের উদ্যোক্তা হাটের উদ্বোধন করেন গুটিপার উদ্যোক্তা তাসলিমা মিজি, প্রজেক্ট সেকেন্ড হোমের স্বত্বাধিকারী সুমনা শারমীন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জ্যেষ্ঠ প্রভাষক বিউটি আক্তার ও বিডিওএসএনের প্রধান নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা।

আনিসুল হক কোহর্ট ফর গ্রোথ অব উইমেন এন্ট্রাপ্রেনিউরস প্রকল্পের আওতায় আনিসুল হক ফাউন্ডেশন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), ফেসবুকভিত্তিক গ্রুপ ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ যৌথভাবে এ হাটের আয়োজন করেছে। মেলায় গণমাধ্যম সহযোগী হিসেবে আছে প্রথম আলো।

আয়োজকেরা জানিয়েছেন, নারী উদ্যোক্তাদের কাজের সক্ষমতা তৈরি, নেটওয়ার্ক সম্প্রসারণ, পরামর্শ প্রদান এবং স্থানীয় ও বৈশ্বিক বাজারের সঙ্গে সংযোগের সুযোগ করে দেওয়া তাঁদের উদ্দেশ্য। হাটে উদ্যোক্তারা তাঁদের পণ্য ও সেবা প্রদর্শন করছেন। এ তালিকায় আছে রান্নাঘরের মসলা থেকে শুরু করে পোশাক, চামড়াজাত পণ্য, খাদ্যসামগ্রী, হাতে তৈরি অলংকার, চিকিৎসা, বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক পরামর্শ সেবাসহ বিভিন্ন ধরনের অনলাইনভিত্তিক সেবা।

গতকাল বিকেলে মেলা ঘুরে আনিসুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রুবানা হক বলেন, এখানে আসা উদ্যোক্তাদের কাজ দেখে মনে হলো, তাঁদের অনেক চেষ্টা আছে। তবে পণ্যের রং, নকশা ও ফিনিশিংয়ে আরও উন্নতি করতে হবে; তা না হলে সম্ভাবনাময় এসব পণ্য গ্রাহক পর্যায়ে ভালো সাড়া পাবে না, দেশের বাইরেও রপ্তানি করা সম্ভব হবে না। এ জন্য এই উদ্যোক্তাদের ভালো নকশাকারকদের দিয়ে প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দেন তিনি।

উদ্যোক্তা হাটের অন্যতম আয়োজক ও ‘চাকরি খুঁজব না চাকরি দেব’ প্ল্যাটফর্মের সমন্বয়ক প্রমি নাহিদ বলেন, আনিসুল হক কোহর্টের তত্ত্বাবধানে গত চার-পাঁচ মাসে যেসব নারী উদ্যোক্তা প্রশিক্ষণ পেয়েছেন, তাঁরাই এ প্রদর্শনীতে এসেছেন। উদ্যোক্তাদের অনেকে কেবল অনলাইনে ব্যবসা করেন। এখানে আসার ফলে গ্রাহকদের সঙ্গে উদ্যোক্তাদের পণ্য ও সেবার সরাসরি সম্মিলন ঘটল।

ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের প্রচারণায় সহযোগিতা করতে ২০১৩ সাল থেকে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবারের আয়োজন মেলার অষ্টম আসর। তবে এবারের মেলা শুধু নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর থেকে মেলায় অংশ নিয়েছেন পোশাক তৈরির প্রতিষ্ঠান সাতরঙের মালিক ফারহানা মুক্তা। তিনি বলেন, ‘মেলায় অনেকের সঙ্গে পরিচিত হতে পেরেছি; ব্যবসায় উদ্যোগকে কীভাবে আরও সামনে এগিয়ে নেওয়া যায়, তার কিছু ধারণাও পেয়েছি।’

৪০টির বেশি ধরনের আচার ও পিঠা নিয়ে নিয়ে মেলায় এসেছেন আরেক উদ্যোক্তা উত্তরার আসমা হক। অনলাইনে প্রতি মাসে ৮ থেকে ১০ লাখ টাকার পণ্য বিক্রি করেন তিনি। জানতে চাইলে আসমা বলেন, ‘এই মেলায় এসে গ্রাহকদের আরও কাছে যেতে পেরেছি। এ ছাড়া পণ্যের বিপণন নিয়েও বিস্তৃত ধারণা পেয়েছি।’