এনপিএসবি চালু করা হলো

বিভিন্ন ব্যাংকের মধ্যে সব ধরনের লেনদেন অনলাইনভিত্তিক করার লক্ষ্যে চালু হয়েছে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)। প্রাথমিকভাবে তিনটি ব্যাংকের মধ্যে সব ধরনের লেনদেন এই পদ্ধতিতে সম্পন্ন হবে। পর্যায়ক্রমে সব ব্যাংককে এই পদ্ধতির আওতায় আসতে হবে। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গতকাল বৃহস্পতিবার গভর্নর আতিউর রহমান নতুন এই সেবা পদ্ধতির উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক আহসান উল্লাহ ও দাশগুপ্ত অসীম কুমার, ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যান নূরুল আমিন, পূবালী ব্যাংকের এমডি হেলাল আহমদ চৌধুরী, সাউথ-ইস্ট ব্যাংকের এমডি মাহবুব আলম, ডাচ্-বাংলা ব্যাংকের ডিএমডি আবুল কাশেম মোহম্মদ শিরিন, এনপিএসবির কারিগরি সহায়তাদানকারী প্রতিষ্ঠান ইনফোটেক গ্লোবালের এমডি সুরেশ আগরওয়াল ও চেয়ারম্যান নাসের এ আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।প্রাথমিকভাবে ডাচ্-বাংলা, পূবালী ও সাউথ-ইস্ট ব্যাংকের মাধ্যমে এ সেবা চালু হলেও আগামী এক মাসের মধ্যে বেশির ভাগ ব্যাংক এ সেবার আওতায় আসবে বলে অনুষ্ঠানে জানানো হয়।বিশ্বব্যাংকের অর্থায়নে কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ প্রকল্পের (সিবিএসপি) আওতায় বাংলাদেশ ব্যাংক এনপিএসবির সার্ভার স্থাপন করেছে। এনপিএসবি ব্যাংকিং খাতের কেন্দ্রীয় সার্ভার হিসেবে কাজ করবে। একটি মাত্র সুইচের মাধ্যমে সব ব্যাংকের লেনদেন সম্পন্ন করা যাবে। এতে দেশের প্রায় তিন হাজার এটিএম ও আড়াই হাজার পিওএস সুইচের জন্য একক প্লাটফর্ম তৈরি হবে। একই কার্ড ব্যবহারে সব ব্যাংক থেকে টাকা উত্তোলনের সুযোগ থাকায় তাতে ব্যাংক ও গ্রাহক উভয়ের খরচ কমবে।