এনবিএফআইয়ের এমডি হতে লাগবে ২০ বছরের অভিজ্ঞতা

বাংলাদেশ ব্যাংক
ফাইল ছবি

আর্থিক প্রতিষ্ঠানগুলোতে (এনবিএফআই) সুশাসন নিশ্চিত করতে এবার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কারা হতে পারবেন, সেদিকে নজর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বলেছে, ২০ বছরের অভিজ্ঞতা ছাড়া কেউ এমডি হতে পারবেন না। পাশাপাশি এমডির আগের পদে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে আর্থিক স্থিতিপত্রের আকার এক হাজার কোটি টাকার কম, এমন প্রতিষ্ঠানের এমডি নিয়োগে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক আজ এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করে।

আলোচিত প্রশান্ত কুমার হালদার মাত্র ১০ বছর চাকরি করেই আভিভা ফাইন্যান্সের (সাবেক রিলায়েন্স ফাইন্যান্স) এমডি হয়েছিলেন। এরপর অন্য চারটি আর্থিক প্রতিষ্ঠান দখল করে লুট করেন। ফলে আভিভাসহ পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানে বড় ধরনের জালিয়াতির কারণে গ্রাহকেরা টাকা ফেরত পাচ্ছেন না। এ কারণে আর্থিক প্রতিষ্ঠানের এমডি নিয়োগের ক্ষেত্রে এ কড়াকড়ি আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক।  

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোর সুশাসন নিশ্চিত করতে ও আমানতকারীদের স্বার্থ সুরক্ষাসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বচ্ছতার সঙ্গে দক্ষ, অভিজ্ঞ ও উপযুক্ত প্রধান নির্বাহী নিয়োগ করা প্রয়োজন। এ জন্য কোনো বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা প্রধান নির্বাহী পদের আগের পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞ ব্যক্তি, যার ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সক্রিয় কর্মকর্তা হিসেবে ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে, শুধু তাঁরাই এমডি হতে পারবেন।

যেসব আর্থিক প্রতিষ্ঠানের স্থিতিপত্রের আকার এক হাজার কোটি টাকার ঊর্ধ্বে নয়, তাদের জন্য শর্তে কিছুটা ছাড় দেওয়া হয়েছে, এমন প্রতিষ্ঠান আছে প্রায় ২০টি। তবে এসব প্রতিষ্ঠানে এমডি হতে ২০ বছরের অভিজ্ঞতা লাগবেই। রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের মহাব্যবস্থাপক অথবা বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টরা (এসইভিপি) এমডি হতে পারবেন। তবে শর্ত হচ্ছে, শাখা ব্যবস্থাপক হিসেবে তাঁদের কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এ ছাড়া এমডি পদে যোগ্য ব্যক্তিদের প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতে বহুল প্রচারিত কমপক্ষে দুটি বাংলা ও দুটি ইংরেজি পত্রিকা এবং প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে একজন স্বচ্ছ ভাবমূর্তির যোগ্য ব্যক্তিকে নিয়োগের ব্যবস্থা নিতে হবে।
দেশে বর্তমানে আর্থিক প্রতিষ্ঠান আছে ৩৫টি। এর মধ্যে ১০টি প্রতিষ্ঠান গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এখন থেকে যেসব প্রতিষ্ঠানের এমডি পদ খালি হবে, এ প্রক্রিয়া মেনে তাদের নিয়োগ দিতে হবে।