এসএমই পুরস্কারের আবেদন জমা দেওয়ার শেষ দিন আজ
আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স ও প্রথম আলো এ বছর যৌথভাবে এসএমই পুরস্কার দেবে। দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তারা পরিশ্রম ও একাগ্রতায় নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাঁদের স্বীকৃতি দিতে দুটি প্রতিষ্ঠান প্রথমবারের মতো এ পুরস্কার চালু করেছে। আজ শুক্রবার এ পুরস্কারের জন্য আবেদন জমা দেওয়ার শেষ দিন।
আয়োজকেরা জানান, কৃষি, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, উৎপাদনশিল্প ও সেরা নারী উদ্যোক্তা—এ ছয় শ্রেণিতে সফল ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সেরা এসএমই উদ্যোক্তার সম্মাননা দেওয়া হবে। এ পুরস্কারের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর ব্যবসাপ্রতিষ্ঠানের বয়স ট্রেড লাইসেন্স অনুযায়ী ন্যূনতম দুই বছর হতে হবে। আবেদনকারী উদ্যোক্তাকে বাংলাদেশি নাগরিক হতে হবে। www.smeaward.com এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।