কনকর্ড ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড ও মিতসুবিশি করপোরেশন, ফুজিতা করপোরেশন ও স্যামসাং সি অ্যান্ড টি করপোরেশনের সমন্বয়ে গঠিত অ্যাভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামের (এ.ডি.সি.) সঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের টার্মিনাল-৩ (প্যাকজে-১, সেন্টার) এর নির্মাণকাজের জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এ.ডি.সি. এর প্রকল্প পরিচালক এবং কনকর্ড গ্রুপ এর পরিচালক (নির্মাণ) চুক্তিতে স্বাক্ষর করেন।