‘টকিং কার’ আনল পিএইচপি

পিএইচপির নতুন টকিং কার এক্স ৫০ মডেলের গাড়ির উদ্বোধন করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান (বাঁয়ে)। গত শনিবার চট্টগ্রামের হালিশহর নয়াবাজার এলাকায় পিএইচপির অটোমোবাইল কারখানায়
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পিএইচপি পরিবার মালয়েশিয়ার প্রোটন ব্র্যান্ডের নতুন ‘টকিং কার’ বাজারে এনেছে। চট্টগ্রামের হালিশহর নয়াবাজার এলাকায় পিএইচপির অটোমোবাইলস কারখানায় গত শনিবার রাতে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ গাড়ির উদ্বোধন করা হয়।

২০১৭ সাল থেকে পিএইচপি পরিবারের সহযোগী প্রতিষ্ঠান পিএইচপি অটোমোবাইলস লিমিটেড দেশে প্রোটন ব্র্যান্ডের গাড়ি সংযোজন করে বাজারজাত করছে।

একুশে পদকপ্রাপ্ত পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান তাঁর সহধর্মিণী তাহমিনা রহমানের হাতে একটি চাবি হস্তান্তরের মাধ্যমে নতুন এ গাড়ির উদ্বোধন করেন।

পিএইচপি জানায়, চলতি ২০২২ সালে তৈরি প্রোটন এক্স–৫০ মডেলের এ গাড়ির দাম পড়বে ৩৫ লাখ টাকা। স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল বা এসইউভি ক্যাটাগরির এ গাড়ি ১ হাজার ৪৯৮ সিলিন্ডার ক্যাপাসিটির। শুরুতে আমদানি করে বাজারজাত করা হলেও শিগগির হালিশহরের কারখানায় গাড়িটি সংযোজন করবে পিএইচপি।

গাড়িটির বৈশিষ্ট্য হলো স্বয়ংক্রিয় পার্কিং সুবিধা। গাড়িতে নির্দেশনা দেওয়ার পর নিজে নিজেই স্টিয়ারিং ঘুরবে এবং স্বয়ংক্রিয়ভাবে গাড়িটি নির্ধারিত স্থানে পার্কিং হবে। এ ছাড়া মুখে নির্দেশনা দেওয়ার মাধ্যমে গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্র চালু, তাপমাত্রা কমানো–বাড়ানো, জানালা খোলাসহ বহুবিধ কর্মকাণ্ড করতে পারে।

‘আমাদের রাস্তায় আমাদের গাড়ি’ স্লোগানে ২০১৭ সালে দেশে মালয়েশিয়ার প্রোটন ব্র্যান্ডের গাড়ি সংযোজন শুরু করে পিএইচপি অটোমোবাইলস। এরপর যুক্ত হতে থাকে একের পর এক নতুন গাড়ি। এখন পিএইচপির কারখানায় এখন প্রোটন সাগা এমসি ও পারসোনা মডেলের গাড়ি সংযোজন হচ্ছে। গত বছর প্রতিষ্ঠানটি ৪৫ লাখ টাকা দামের প্রোটন এক্স–৭০ গাড়ি বাজারজাত শুরু করে। এক বছরের মাথায় প্রোটন এক্স–৫০ গাড়ি বাজারে নিয়ে এল প্রতিষ্ঠানটি। শিগগিরই এ দুটি গাড়ি সংযোজন শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিএইচপি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আকতার পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন কম্পিউটারবিজ্ঞানী অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান, প্রোটন মালয়েশিয়ার প্রতিনিধি বাদলিশাহ বিন আবদুল হাফিজ প্রমুখ।

পিএইচপি অটোমোবাইলসের এমডি মোহাম্মদ আকতার পারভেজ প্রথম আলোকে বলেন, মৌখিক নির্দেশনা দিয়ে এ মডেলের গাড়ির বহু কাজ করা যায় বলে এটি ‘টকিং কার’ হিসেবে পরিচিত। গাড়ির চালকের আসনে বসে শুধু নির্দেশনা দিলেই হবে। স্বয়ংক্রিয়ভাবে গাড়ি ওই নির্দেশনা পালন করবে।

অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে ‘পারফেক্ট ভেহিক্যাল সল্যুশন বা (পিভিএস)’ নামে একটি অনলাইন অ্যাপসের সুব্যবস্থা রয়েছে। প্রোটন ব্র্যান্ডের যেকোনো মডেলের গাড়ি ব্যবহারকারী অনায়াসে এ পিভিএস অ্যাপস ডাউনলোড করার মাধ্যমে ঘরে বসেই অনলাইনে নিজের প্রয়োজনীয় যন্ত্রাংশের ক্রয়াদেশ দিতে পারবেন। এতে স্বল্প সময়ের মধ্যে সেবাও গ্রহণ করতে পারবেন তাঁরা।