ডিজিটাল মুদ্রা চালুর সম্ভাব্যতা যাচাই হবে

ডিজিটাল মুদ্রা
ছবি: রয়টার্স

ডিজিটাল মুদ্রা চালু করতে চায় সরকার। যার মাধ্যমে অনলাইনে আর্থিক লেনদেন করা যাবে। প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী এ নিয়ে বলেন, ক্রিপ্টোকারেন্সির মতো ভার্চ্যুয়াল মুদ্রার ঝুঁকিপূর্ণ ব্যবহার বিশ্বজুড়ে বাড়তে থাকায় এর বিকল্প হিসেবে বিশ্বের অনেক কেন্দ্রীয় ব্যাংক তাদের নিজস্ব মুদ্রার ডিজিটাল সংস্করণ চালু করার লক্ষ্যে কাজ করছে।

কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা চালু করার মূল উদ্দেশ্য হলো ভার্চ্যুয়াল লেনদেনের ক্ষেত্রে অর্থ আদান-প্রদান সহজতর করা এবং স্টার্টআপ ও ই-কমার্স ব্যবসাকে উৎসাহ প্রদান।

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের সরকারের যুগোপযোগী পদক্ষেপের কারণে দেশে ইন্টারনেট ও ই-কমার্সের প্রসার ব্যাপক হারে বেড়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা দেশে চালু করার লক্ষ্যে একটি সম্ভাব্যতা যাচাই পরিচালনা করা হবে।’