নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান
রাজধানীর কয়েকটি এলাকায় নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কামরাঙ্গীরচর ও ওয়ারী এলাকায় অবস্থিত বিভিন্ন সেমাই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় সেমাই তৈরির ময়দায় তেলাপোকার মলের উপস্থিতি এবং নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির জন্য চারটি সেমাই কারখানাকে ১ লাখ ৪০ হাজার জরিমানা ও আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এ সময় অন্যদের মধ্যে প্রধান কার্যালয়ের উপপরিচালক মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার উপস্থিত ছিলেন।
তদারকির সময় ভোজ্যতেল, চাল, পেঁয়াজ, চিনি, স্যানিটাইজার, মাস্কসহ অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কি না, তা মনিটরিং করা হয়। এ ছাড়া পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, মূল্যতালিকার সঙ্গে বিক্রি রসিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল মাস্ক-স্যানিটাইজার, ওজনে কারচুপিসহ ভোক্তার স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে সারা দেশে ৭৮টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা অধিদপ্তর। বাজার তদারকির পাশাপাশি সারা দেশে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রয় কার্যক্রম (ট্রাক সেল) পরিদর্শন করা হয়।
এ প্রসঙ্গে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য তৈরিতে সবার সহযোগিতা এবং আসন্ন ঈদুল আজহা ও সরকারি কঠোর বিধিনিষেধ চলাকালীন মসলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্য ও যৌক্তিক মূল্যে বিক্রি করতে ব্যবসায়ীদের আহ্বান জানান। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানান তিনি।
ভোক্তা অধিদপ্তর বলেছে, সরকারের কঠোর বিধিনিষেধের সময় ও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার নিত্যপণ্যের বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযানে নিত্যপণ্যের মূল্য যৌক্তিক ও স্থিতিশীল রাখতে এবং ভোক্তা ও ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে বাজারে পণ্য ক্রয়-বিক্রয় করতে সতর্ক করে অধিদপ্তরের অভিযান পরিচালনাকারী টিম। বাজারে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য হ্যান্ড মাইকে সবাইকে সচেতন করা হয়।