নিয়োগ পরীক্ষার প্রশ্ন তৈরি ও খাতা দেখায় সম্মানী বাড়ল

নিয়োগ পরীক্ষা নেওয়া, তার আগে প্রশ্নপত্র তৈরি করা, খাতা দেখা, মৌখিক পরীক্ষা নেওয়া-এ সব কাজে প্রত্যেকটি ধাপে আলাদা আলাদা সম্মানী পেয়ে থাকেন সরকারি কর্মচারীরা। এ সব বিষয়ে দায়িত্ব পালনকারী সরকারি কর্মচারীদের সম্মানী ৬৬ শতাংশ বাড়িয়েছে সরকার। কোনো কোনো বিষয়ে বাড়ানো হয়েছে দ্বিগুণেরও বেশি।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত রোববার এ বিষয়ে আদেশ জারি করেছে। সেদিন থেকেই এই আদেশ কার্যকর হয়েছে। আদেশ অনুযায়ী মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরে নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত কাজে নিয়োজিত কর্মচারীরা আগের চেয়ে বেশি হারে সম্মানী পাবেন।

প্রশ্নপত্র প্রণয়নের জন্য জনপ্রতি সম্মানী এত দিন ছিল তিন হাজার টাকা। বাড়িয়ে তা পাঁচ হাজার টাকা করা হয়েছে। বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটির সদস্যরা প্রতি সভার জন্য এত দিন সম্মানী পেতেন তিন হাজার টাকা করে। এখন পাবেন পাঁচ হাজার টাকা করে। মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার বোর্ডের সদস্য বা বিশেষজ্ঞদের প্রতিদিনের সম্মানীও তিন হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে।

যদিও আদেশে বলা হয়েছে, প্রশ্নপত্র প্রণয়নের জন্য কমিটির সদস্য বা বিশেষজ্ঞরা একাধিক পদের পরীক্ষা নিলেও দৈনিক একটির বেশি সম্মানী পাবেন না। একদিনে একাধিক সভা হলেও একই শর্ত প্রযোজ্য হবে। তবে একই দিনে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা হলে সর্বোচ্চ দুটি সম্মানী দেওয়া হবে। সরকারি স্কুল বা কলেজে পরীক্ষা হলে কেন্দ্র ফি দেওয়া হবে না।

আদেশে প্রতিটি পূর্ণ উত্তরপত্র পরীক্ষণে সম্মানী ৭৫ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা এবং পূর্ণ অবজেকটিভ টাইপ উত্তরপত্র পরীক্ষণে ২০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে।
পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নে জনপ্রতি আপ্যায়ন ব্যয় অর্থাৎ শুধু দুপুরের খাবারের বিল ছিল ২০০ টাকা। এ বিল ৪৫০ টাকা করা হয়েছে। নতুন করে যুক্ত করা হয়েছে ২০০ টাকা খাবার বিল।

পরীক্ষা পরিচালনার সঙ্গে সম্পৃক্ত কর্মচারীদের দৈনিক সম্মানী ৯ম গ্রেড ও তদুর্ধ্বদের জন্য ৫০০ টাকা থেকে দ্বিগুণ বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে। ১০ম গ্রেড থেকে ১৬ তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা এবং ১৭ তম থেকে ২০ তম গ্রেডের কর্মচারীদের ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে।
ভেন্যুর প্রতিষ্ঠান প্রধান অথবা প্রতিষ্ঠান প্রধান মনোনীত সমন্বয়কারীর সম্মানী ধরা হয়েছে তিন হাজার টাকা, যা নতুন হিসেবে যুক্ত হয়েছে।

এ ছাড়া লিখিত পরীক্ষার পরিদর্শকের প্রতিদিনের সম্মানী এক হাজার ২০০ থেকে বাড়িয়ে এক হাজার ৫০০ টাকা করা হয়েছে। লিখিত পরীক্ষায় প্রতি পরীক্ষার্থীর জন্য আসন বিন্যাস বাবদ ব্যয় ২ টাকা এবং উত্তরপত্র তৈরির জন্য ৫ টাকা দেওয়া হবে। আগে এটা ছিল না। কাগজ, কলম ও আনুষঙ্গিক ব্যয়ের জন্যও সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে, যা আগে ছিল না।