পুরস্কার পেল দেশীয় ৯ প্রতিষ্ঠান

দ্বিতীয় এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড বিজয়ী ৯ প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ অন্য অতিথিরা। গতকাল রাতে রাজধানীর একটি হোটেলে
ছবি: প্রথম আলো

টেকসই উন্নয়নে অবদান রাখার জন্য দেশের ৯টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ‘দ্বিতীয় এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করেছে দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি)। গতকাল রোববার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

তৈরি পোশাক খাতে ৫ কোটি ডলারের বেশি রপ্তানি আয় করে এমন শ্রেণিতে পুরস্কার পেয়েছে প্যাসিফিক জিনস গ্রুপ। একই খাতের সরবরাহব্যবস্থা ও সংযোগ খাত শ্রেণিতে বিজয়ী হয়েছে এনভয় টেক্সটাইল। রপ্তানির ক্ষেত্রে অপ্রচলিত ও উদীয়মান শ্রেণিতে পুরস্কার জিতেছে প্রাণ-আরএফএল গ্রুপ। এ ছাড়া আমদানি-বিকল্প শিল্পে অবদানের জন্য হাতিল কমপ্লেক্স লিমিটেড; অভ্যন্তরীণ বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নে সামিট করপোরেশন, টেকসই উদ্যোগ (সাসটেইনেবিলিটি এক্সিলেন্স) শ্রেণিতে মালেক স্পিনিং গ্রুপ এবং নতুন প্রযুক্তি প্রণয়নে বাইবিট লিমিটেড পুরস্কার জিতেছে। আর বিশেষ পুরস্কার (স্পেশাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড) পেয়েছে সিটি গ্রুপ। এ ছাড়া জুরি অ্যাওয়ার্ড জিতেছে ভ্যাকসিন নিবন্ধনের প্ল্যাটফর্ম সুরক্ষা অ্যাপ।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে পুরস্কার নিচ্ছেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (অর্থ) উজমা চৌধুরী। গতরাতে রাজধানীর একটি হোটেলে
ছবি: সংগৃহীত

বাইবিটের প্রতিষ্ঠাতা সভাপতি খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী, মালেক স্পিনিংয়ের পরিচালক আজিজুর রহিম চৌধুরী, হাতিলের ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান, প্যাসিফিক জিনসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এম তানভীর, এনভয় টেক্সটাইলের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (অর্থ) উজমা চৌধুরী, সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান লতিফ খান, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. রেজাউল মাকসুদ জাহেদি পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘মহামারিতে আমরা ব্যবসা হারানোর শঙ্কায় ছিলাম। সম্মিলিতভাবে সহনশীল ও দৃঢ় মনোবলের মাধ্যমে সেই প্রতিকূল পরিবেশকে মোকাবিলা করেছি। এই সময়ে আমরা দেশীয় শিল্পের সুরক্ষায় নানামুখী উদ্যোগ নিয়েছি, যার সুফল মিলছে।’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে পুরস্কার নিচ্ছেন হাতিলের ব্যবস্থাপনা পরিচালক সেলিম এইচ রহমান। গতরাতে রাজধানীর একটি হোটেলে
ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদের একটি ভিডিও বার্তা দেখানো হয়। এ ছাড়া বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন। উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

এইচএসবিসির দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের বাণিজ্যিক ব্যাংকিং প্রধান এ্যামান্ডা মারফি বলেন, ‘দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক ব্যাংক হিসেবে এইচএসবিসি বাংলাদেশের উন্নয়নে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য টেকসই অগ্রগতিতে আমরা গ্রাহকদের পাশে সব সময় আছি। আজ তাঁদের সফলতা উদ্‌যাপন করতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশের অর্থনীতির একটি সমৃদ্ধ ও শক্তিশালী ভবিষ্যৎ গড়ে তোলার পথে গ্রাহকদের সঙ্গে একসঙ্গে কাজ করতে পেরে গর্বিত।’

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব উর রহমান বলেন, ‘ব্যবসায়ী এবং উদ্যোক্তারা মহামারি চলার সময়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে নিরলসভাবে কাজ করেছে। এই অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের জন্য আমরা তাঁদের স্বীকৃতি দিয়েছি। এর অংশ হতে পেরে আমরা গর্বিত।’

দ্বিতীয় এইচএসবিসি বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডের এবারের আয়োজনে এইচএসবিসির সঙ্গে সহযোগী হিসেবে ছিল বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকার ব্রিটিশ হাইকমিশন।