প্রথম দিনেই শেয়ারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি

লেনদেনের প্রথম দিনেই সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয়েছে নতুন তালিকাভুক্ত কোম্পানি ইউনিয়ন ইনস্যুরেন্সের। গতকাল রোববার শেয়ারবাজারে এটির লেনদেন শুরু হয়েছে। সর্বোচ্চ মূল্যবৃদ্ধি পেলেও এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাত্র ৭৬৯টি শেয়ারের হাতবদল হয়।

প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে কোম্পানিটি প্রায় ১ কোটি ৯৩ লাখ ৬১ হাজার শেয়ার ছেড়ে ১৯ কোটি টাকার বেশি মূলধন সংগ্রহ করেছে। প্রায় ২ কোটি শেয়ারের মধ্যে দুই বাজার মিলিয়ে ৮০০-এর বেশি শেয়ারের লেনদেন হয়। দাম বাড়তে দেখে আইপিও শেয়ারধারীরা হাতে শেয়ার ধরে রেখেছেন। এ কারণে শেয়ারের স্বল্পতা দেখা দেয়। তাতে লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যেই ডিএসইতে কোম্পানিটির শেয়ার বিক্রেতাশূন্য হয়ে পড়ে। একপর্যায়ে আইপিওতে বিক্রি করা শেয়ারের চেয়ে বেশি শেয়ার কেনার ক্রয়াদেশ জমা হয়। কিন্তু বিক্রেতা না থাকায় বেশির ভাগ ক্রেতা এদিন কোম্পানিটির শেয়ার কিনতে পারেননি।

গতকাল ডিএসইতে কোম্পানিটির লেনদেন শুরু হয় সর্বোচ্চ ১০ শতাংশ বা ১ টাকা মূল্যবৃদ্ধি দিয়ে। তাতে ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের দাম বেড়ে হয় ১১ টাকা। নিয়ম অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানির শেয়ারের দাম এক দিনে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, নতুন তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে প্রথম কয়েক দিন সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটে। এ সময় বেশির ভাগ দিনই এসব শেয়ার বিক্রেতাশূন্য ছিল। এভাবে কিছু কিছু আইপিও শেয়ারের দাম শুরুতেই অস্বাভাবিকভাবে বেড়ে যায়। যদিও পরে সেই দাম আর ধরে রাখতে পারে না কোম্পানিগুলো।