বাজারে এল প্রাণের ‘ফ্রাই বাকেট’

ফ্রাই বাকেট নামে নতুন চেইনশপের উদ্বোধন করা হয় গতকাল।
বিজ্ঞপ্তি

ফাস্ট ফুডপ্রেমীদের জন্য সুখবর। বিশেষ করে যাঁরা ফ্রাইড চিকেন খেতে পছন্দ করেন, তাঁদের জন্য। দেশের বাজারে এবার যাত্রা শুরু করল ফাস্ট ফুডের নতুন রিটেইল চেইনশপ ‘ফ্রাই বাকেট’।
ফ্রাইড চিকেনসহ বিভিন্ন ধরনের মজাদার ফাস্ট ফুড ভোক্তাদের কাছে সরাসরি পরিবেশনের জন্য ফাস্ট ফুডের এই ব্র্যান্ডটি নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ।

গতকাল বৃহস্পতিবার ফ্রাই বাকেটের প্রথম বিক্রয়কেন্দ্র চালু করা হয় রাজধানীর ধানমন্ডিতে। সাতমসজিদ রোডের নিলু স্কয়ারে বিক্রয়কেন্দ্রটি উদ্বোধন করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা।
অনুষ্ঠানে ইলিয়াছ মৃধা বলেন, ‘দেশে ফাস্ট ফুড ও বিনোদনপ্রেমীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ ছাড়া পরিবারকে সময় দেওয়ার জন্য অনেকে ফাস্ট ফুডকেন্দ্রিক বড় বড় রিটেইল চেইন বেছে নিচ্ছেন। সে কারণে বৈশ্বিক অনেক ফাস্ট ফুড ব্র্যান্ড বাংলাদেশে ভালো করছে। আমরা বিশ্বাস করি, “ফ্রাই বাকেট” ব্র্যান্ডটি শিগগিরই জনপ্রিয় ফাস্ট ফুড ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পাবে।’

ফ্রাই বাকেটের ব্যবসাপ্রধান ইব্রাহিম খলিল বলেন, ‘আমরা ভবিষ্যতে ১০০ বিক্রয় কেন্দ্র চালু করব। আমরা প্রথমে ঢাকা, চট্টগ্রামসহ বিভাগীয় শহরগুলোতে ফ্রাই বাকেটের বিক্রয়কেন্দ্র বাড়ানোর পরিকল্পনা নিয়েছি। এরপর জেলা শহরগুলোতে যাব। এভাবে সারা দেশে আউটলেট চালুর মাধ্যমে সব শ্রেণির কাছে যেতে চাই। পরবর্তীকালে সুযোগ হলে প্রতিবেশী দেশসহ অন্যান্য দেশেও ছড়িয়ে যাব।’

প্রাণ-আরএফএল গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (জনসংযোগ) তৌহিদুজ্জামান ও ফ্রাই বাকেটের ব্র্যান্ড ব্যবস্থাপক বোরহান উদ্দিনসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।