
বার্জার হোম ডেকর কর্নার রাজধানীর মিরপুর ডিওএইচএসের এসআর এন্টারপ্রাইজে কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি এই ডেকর কর্নার উদ্বোধন করেন বার্জার পেইন্টস বাংলাদেশের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মহসিন হাবিব চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির জিএম-ট্রেড সৈয়দ আবু নাসের, পিপি অ্যান্ড ডির জেনারেল ম্যানেজার সেলস আজিজুল হক, ডেকর ম্যানেজার ফাতেমা বাকী, রিজিওনাল সেলস ম্যানেজার শামিম আহমেদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।