বিদেশে পণ্য রপ্তানি শুরু করেছে স্বপ্ন

দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে পণ্য রপ্তানি শুরু করেছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। গত ৩১ মার্চ হংকংয়ে সবজি ও ফল পাঠানোর মাধ্যমে রপ্তানির যাত্রা শুরু করে তারা। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে তারা।

বিজ্ঞপ্তিতে স্বপ্নের রপ্তানি উদ্যোগ উপদেষ্টা ও টিমলিডার সাইফুল আলম বলেন, হংকংয়ে তাদের প্রথম চালানে পটোল, ঢ্যাঁড়স, কাঁচা আম, আলু ও করলাসহ ২৬ ধরনের সবজি ও ফল পাঠানো হয়েছে। এরপর গত ১৫ মে দ্বিতীয় চালানে স্বপ্নের গ্লোবাল গ্যাপ সার্টিফায়েড লাউ রপ্তানি করা হয়।

গ্লোবাল গ্যাপ হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত খামারের খাদ্যপণ্যের মান যাচাইয়ের মানদণ্ড। দক্ষিণ–পূর্ব এশিয়ার রিটেইল ক্যাটাগরিতে স্বপ্ন প্রথম ও একমাত্র গ্লোবাল গ্যাপের মেম্বার। স্বপ্নের গ্লোবাল গ্যাপ উদ্যোগে ইউএসএআইডি বিশেষ সহযোগিতা করছে।

স্বপ্ন জানায়, অন্যান্য সবজির সঙ্গে তারা সাতক্ষীরার আমও রপ্তানি করেছে। এ কাজে তাদের সহযোগিতা করেছে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া নামের একটি প্রতিষ্ঠান।

বিজ্ঞপ্তিতে স্বপ্ন আরও বলেছে, এখন থেকে আরব আমিরাত, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে সাত ধরনের পণ্য রপ্তানি করবে স্বপ্ন।