বিমা কোম্পানি ফার ইস্ট লাইফের পর্ষদ অপসারণ করল বিএসইসি

বড় ধরনের আর্থিক অনিয়মের কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের ফার ইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের পরিচালনা পর্ষদকে অপসারণ করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আজ বুধবার এ সিদ্ধান্ত নিয়েছে। পর্ষদ অপসারণের পাশাপাশি নতুন পর্ষদ গঠনের জন্য কোম্পানিটিতে ১০ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বিএসইসি। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফার ইস্ট ইসলামী লাইফের বর্তমান পর্ষদ অপসারণ ও নতুন পর্ষদ পুনর্গঠনের তথ্য জানানো হয়েছে।

বিএসইসির পক্ষ থেকে ফার ইস্ট ইসলামী লাইফের নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক মো. রহমত উল্লাহকে। এ ছাড়া পুনর্গঠিত ১০ সদস্যের পর্ষদে অন্য ৯ জন স্বতন্ত্র পরিচালক হলেন সিঙ্গার বাংলাদেশের সাবেক পরিচালক মোহাম্মদ সানাউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোফাজ্জল হোসেন, কর্নেল গাজী মো. খালিদ হোসেন, হিসাববিদ স্নেহাশীষ বড়ুয়া, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক, জি-৭ সিকিউরিটিজের চেয়ারম্যান সুজাদুর রহমান, জনতা ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক জিকরুল হক ও নর্দান জেনারেল ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম চৌধুরী।

বিএসইসি সূত্রে জানা গেছে, বিমা কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে নানা অসংগতি খুঁজে পায় নিয়ন্ত্রক সংস্থা। তার পরিপ্রেক্ষিতে বিএসইসি কোম্পানিটির ওপর বিশেষ নিরীক্ষা পরিচালনা করে। নিরীক্ষায় আর্থিক নানা অনিয়মের প্রমাণ মিলেছে। তাই বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কোম্পানিটির বর্তমান পর্ষদ অপসারণ করে নতুন পর্ষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানতে চাইলে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম প্রথম আলোকে বলেন, বিশেষ নিরীক্ষায় কোম্পানিটিতে নানা আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এমনকি কিছু সন্দেহজনক লেনদেনের তথ্য চিহ্নিত হয়েছে। এ অবস্থায় বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কোম্পানিটির পর্ষদ অপসারণ করে নতুন পর্ষদ গঠন করা হয়েছে।

বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্গঠিত পর্ষদ ৬ মাসের মধ্যে কোম্পানির শীর্ষ ব্যবস্থাপনা পুনর্গঠন করবে। পাশাপাশি কোম্পানির সম্পদ ফিরিয়ে আনবে। গত ১০ বছরে কোম্পানিটির আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে আজ দিন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফার ইস্ট ইসলামী লাইফের শেয়ারের দাম ৩০ পয়সা কমে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৬৭ টাকায়।