ব্যাক ইন্টারন্যাশনাল-আইডিইবির সমঝোতা স্মারক স্বাক্ষর

ব্যাক ইন্টারন্যাশনাল ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের (আইডিইবি) মধ্যে একটি সমঝোতা স্মারক সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন ব্যাক ইন্টারন্যাশনালের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের সাবেক অধ্যাপক এম. হারুনুর রশিদ। উপস্থিত ছিলেন আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান। সভাপতিত্ব করেন আইডিইবির কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম এ হামিদ। বিজ্ঞপ্তি।