মাহীন মাজহার, ব্যবস্থাপনা পরিচালক, এক্স সিরামিকস

প্রথম আলো: ভালো মানের টাইলস চেনার উপায় কী?

মাহীন মাজহার: ভালো টাইলস চেনা সহজ কাজ নয়। কারণ, ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমেই মূলত টাইলসের গুণগত মান বোঝা যায়। ক্রেতারা মূলত নকশা, রং, দাম ও ব্র্যান্ড দেখে টাইলস নির্বাচন করেন। তবে টাইলস কোথায় ব্যবহার করা হবে সেটির ওপর নির্ভর করেই উপযুক্ত টাইলস নির্বাচন করা প্রয়োজন। বাসাবাড়ির দেয়াল, রান্নাঘর ও বাথরুমে ব্যবহৃত টাইলস লোকসমাগম–সমৃদ্ধ বাণিজ্যিক এলাকা, যেমন কলকারখানা, শপিং মল, বিমানবন্দর, রেল ও বাসস্টেশন কিংবা মসজিদে ব্যবহারের উপযোগী না-ও হতে পারে। এ জন্য কোথায় ব্যবহার করা হবে সেটির ওপর টাইলস নির্বাচন করা দরকার।

প্রথম আলো: এক্স সিরামিকস কবে থেকে টাইলসের ব্যবসায় নামে?

মাহীন মাজহার: ২০০৯ সালে যৌথ বিনিয়োগের মাধ্যমে গাজীপুরের শ্রীপুরে এক্স সিরামিকের কারখানায় টাইলস উৎপাদন শুরু হয়। গ্রাহকের চাহিদা ও পছন্দের কথা বিবেচনা করে আমরা বাজারে নিয়ে আসি চারটি পৃথক ব্র্যান্ড। সেগুলো হলো—এক্স মনিকা, এক্স মোনালিসা, এক্স আলেক্সান্ডার ও ভেনাস সিরামিকা। দেশে আমরাই প্রথম আলট্রা ন্যানো পলিশড টাইলস, সলিবল সল্ট ও অ্যান্টি-স্লিপ টাইলস উৎপাদন করি।