শীর্ষ করদাতা সম্মাননা পেল ইউনিলিভার

ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল) ২০২০-২১ অর্থবছরের অন্যতম শীর্ষ করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছে। রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী জাভেদ আখতারের হাতে ট্যাক্স কার্ড, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) জ্যেষ্ঠ সচিব ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষ করদাতা হিসেবে সম্মাননা পাওয়া ব্যক্তি, প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন।
এবার নিয়ে টানা ষষ্ঠবার দেশের অন্যতম শীর্ষ করদাতার স্বীকৃতি পেল ইউনিলিভার বাংলাদেশ। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে ‘ফার্মাসিউটিক্যাল ও রসায়ন’ ক্যাটাগরিতে আয়কর প্রদানের মাধ্যমে রাজস্ব খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ইউনিলিভারকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

দেশের অভ্যন্তরীণ রাজস্ব খাতে ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে ইউনিলিভার বাংলাদেশকে মোট আটবার শীর্ষ করদাতা সম্মাননা দিয়েছে এনবিআর। গত ৮ বছরে ১৫ হাজার ৪৬৩ কোটি টাকারও বেশি পরিমাণ রাজস্ব দিয়েছে ইউনিলিভার।

ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী জাভেদ আখতার বলেন, ‘বাংলাদেশের জন্মলগ্ন থেকেই অংশীদার হিসেবে পাশে রয়েছে ইউনিলিভার। সরকারসহ অন্যান্য অংশীদারের সঙ্গে আমরা আগামী দিনেও অংশীদারি অব্যাহত রাখব এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়ার লক্ষ্যে কার্যকর ভূমিকা পালনে সচেষ্ট থাকব।’