সোনার দাম কমল
আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী হওয়ায় দেশের বাজারে প্রতি ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সোনার নতুন দর বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে।
মঙ্গলবার রাত সোয়া ১১টায় জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর এ সিদ্ধান্ত জানায়। সর্বশেষ গত ১৩ নভেম্বর প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি।
সোনার নতুন দর বুধবার থেকে কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৩ হাজার ১৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ২৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫০ হাজার ৯১৩ টাকায়।
মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭৪ হাজার ৩০০ টাকা, ২১ ক্যারেট ৭১ হাজার ১৫০ টাকা, ১৮ ক্যারেট ৭৪ হাজার ৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৫২ হাজার ৭৯ টাকায়। বুধবার থেকে ২২, ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমছে।
এদিকে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি। ২২ ক্যারেট রুপার ভরি আগের মতোই ১ হাজার ৫১৬ টাকায় বিক্রি হবে। ২১ ও ১৮ ক্যারেট রুপার ভরি যথাক্রমে ১ হাজার ৪৩৫ ও ১ হাজার ২২৫ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার ভরি ৯৩৩ টাকায় বিক্রি হবে।
সোনার দাম কমানোর বিষয়ে জুয়েলার্স সমিতি বলেছে, করোনার নতুন ধরন অমিক্রনের সংক্রমণ ও বিশ্ব অর্থনীতির নানা জটিল সমীকরণে বিশ্ববাজারে সোনার দাম কিছুটা নিম্নমুখী হয়েছে। দেশের বুলিয়ন বাজারেও পাকা সোনার দাম কমেছে। তাই সোনার দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের নেতৃত্বাধীন নতুন পরিচালনা পর্ষদ বুধবার জুয়েলার্স সমিতির দায়িত্ব নেবে। এ জন্য রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে নতুন কমিটির কাছে বিদায়ী কমিটি দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। গত মাসে জুয়েলার্স সমিতির নতুন সভাপতি নির্বাচিত হন সায়েম সোবহান আনভীর। তিনি বসুন্ধরা গোল্ড রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক।
দেশে অপরিশোধিত সোনা পরিশোধনের জন্য এই নামে নতুন কোম্পানি খোলে বসুন্ধরা গ্রুপ। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি সোনা পরিশোধনাগার স্থাপনে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রাথমিক সম্মতিও পেয়েছে।
সায়েম সোবহানের নেতৃত্বাধীন ৩৫ সদস্যের নতুন কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। টানা তৃতীয়বার তিনি এই পদ পেলেন।