দেশে পুঁজির নিরাপত্তা কম: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম

পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, এ দেশে পুঁজির নিরাপত্তা কম। বিদেশে সুদের হার কম, তবু সেখানে পুঁজি পাচার হয়?

পুঁজি পাচারের কারণ হিসেবে শামসুল আলম বলেন, ১০ লাখ টাকার বেশি লেনদেন হলে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) জানাতে হয়। এতে যেমন গ্রাহকের ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট হয়, তেমনি পুঁজি পাচার উৎসাহিত হয়। ঢালাওভাবে না করে যাঁদের লেনদেন সন্দেহজনক, তাঁদের তথ্য বিএফআইইউ জানতে পারে।

আজ বুধবার প্রথম আলো ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস: অর্থনৈতিক অগ্রযাত্রায় সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা বক্তব্য দেন।

শামসুল আলম আরও বলেন, একজন গ্রাহকের কত পুঁজি আছে, তা অন্যরা জানবে কেন? শুধু কর কর্তৃপক্ষ জানতে পারে এ তথ্য। এভাবে গ্রাহকের লেনদেনের তথ্য জানানোর নিয়ম ভালো নীতি নয়। তিনি বাংলাদেশ ব্যাংককে এই নিয়ম সংশোধনের পরামর্শ দেন।

এ দিকে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, মানি লন্ডারিং প্রতিরোধে বৈশ্বিক জোট এগমন্ট গ্রুপের সদস্য হওয়ার শর্ত হিসেবে ১০ লাখ টাকার ওপর নগদ লেনদেন হলে ব্যাংকগুলোকে সেই তথ্য বিএফআইইউকে জানাতে হয়। মাসিক ভিত্তিতে এই তথ্য দিতে হয়।

অনুষ্ঠানে বক্তারা মোবাইল ফিন্যান্সিয়াল সেবার (এমএফএস) বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এতে অর্থনীতিবিদ, ব্যাংকার, এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন।