রাজধানী ঢাকার গুলশান ক্লাবে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করল আন্তর্জাতিক হীরা শনাক্তকারী ল্যাব সলিটায়ার জ্যামোলজিক্যাল ল্যাবরেটরিজ লিমিটেড (এসজিএল)। গত শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসজিএল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফাহাদ কামাল লিঙ্কন, নিউ জড়োয়া হাউসের ব্যবস্থাপনা পরিচালক বাদল রায়সহ বাংলাদেশের স্বনামধন্য স্বর্ণ ও ডায়মন্ড ব্যবসায়ীরা।
এসজিএল আন্তর্জাতিক রত্ন পরীক্ষার একটি ল্যাব। এই স্বাধীন ল্যাবটি রত্নবিক্রেতা ও ক্রেতাদের কাছে নির্ভরযোগ্য রত্ন গ্রেডিং প্রাপ্তি নিশ্চয়তার জন্য বিশ্বস্ত। ২০০৭ সালে প্রতিষ্ঠিত এসজিএল ব্রিটিশ-আমেরিকান হীরা সার্টিফিকেশন এবং প্রমাণীকরণ ল্যাবরেটরি নেটওয়ার্ক, যার সদর দপ্তর লন্ডন এবং নিউইয়র্কে অবস্থিত।
এসজিএল পাঁচটি দেশ, ১৭টি অবস্থান এবং ১৫৮টি জিও-প্রতীকী বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা দ্রুততম বর্ধনশীল আন্তর্জাতিক পরীক্ষাগার নেটওয়ার্কগুলোর মধ্যে একটি। সর্বোচ্চ মানসম্মত সেবা প্রদানকারী এই প্রতিষ্ঠানের প্রধান শক্তি এর স্টেট-অব-দ্য-আর্ট টেকনোলজি।
‘মনের শান্তি, নিশ্চিত’—এই স্লোগানে সেবা দেওয়ার প্রতিশ্রুতি এসজিএলের, যা সর্বাধুনিক বিজ্ঞান এবং অত্যাধুনিক যন্ত্রপাতির ফলাফল, যার সর্বোচ্চ সম্ভাব্য মান এবং বিশ্লেষণাত্মক অবকাঠামো নিশ্চিত করে যে প্রতিটি হীরা গ্রেডিং এবং সার্টিফিকেশনের জন্য কঠোর মানের পরীক্ষায় উত্তীর্ণ।