‘হৈচৈ অফারে’র বিজয়ীদের মোটরসাইকেল হস্তান্তর করল এমইপি গ্রুপ

ইলেকট্রিক কোম্পানি এমইপি গ্রুপের রিটেইলারদের জন্য দেওয়া ‘হৈচৈ অফারে’ প্রথম পুরস্কার বিজয়ীকে মোটরসাইকেলের চাবি হস্তান্তর করা হয়ছবি: এমইপি গ্রুপের সৌজন্যে

দেশের স্বনামধন্য ইলেকট্রিক কোম্পানি এমইপি গ্রুপ রিটেইলারদের জন্য ‘হৈচৈ অফার’ নামে প্রমোশনাল কার্যক্রম পরিচালনা করে। এর আওতায় রিটেইলারদের জন্য ছিল আকর্ষণীয় বিভিন্ন অফার।

সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ওই অফারে বিজয়ীদের মধ্যে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার ১২৫ সিসি মোটরসাইকেল বিজয়ীকে মোটরসাইকেলের চাবি হস্তান্তর করা হয়। অফারটির আওতায় মোট ৫৪টি মোটরসাইকেল দেওয়া হয় বিজয়ীদের।

বিজয়ীদের মধ্যে চাবি হস্তান্তর করেন এমইপি গ্রুপের ডিরেক্টর অপারেশন ফাহিম আলম চাকলাদার। এ সময় উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।