ইউএস ট্রেড শোতে সেরা প্যাভিলিয়নের পুরস্কার পেল রিমার্ক-হারল্যান

প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে রিমার্ক-হারল্যানের পরিচালক চলচ্চিত্র তারকা শাকিব খানের হাতে সেরা প্যাভিলিয়নের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদছবি: সংগৃহীত

মার্কিন পণ্যের প্রদর্শনী ইউএস ট্রেড শোতে সেরা প্যাভিলিয়নের পুরস্কার পেয়েছে রিমার্ক এলএলসি ইউএসএর সহযোগী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান। আজ শনিবার প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে রিমার্ক-হারল্যানের পরিচালক চলচ্চিত্র তারকা শাকিব খানের হাতে সেরা প্যাভিলিয়নের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ও ঢাকার মার্কিন দূতাবাস যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে। গত বৃহস্পতিবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তিন দিনব্যাপী ‘২৯তম ইউএস ট্রেড শো’ শীর্ষক এ প্রদর্শনী শুরু হয়।

শুরুতেই মেলায় আসেন রিমার্ক-হারল্যানের পরিচালক চলচ্চিত্র তারকা শাকিব খান এবং বিশ্বসেরা অলরাউন্ডার ও রিমার্ক-হারল্যানের পণ্যদূত সাকিব আল হাসান। তাঁদের দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন মেলায় আসা দর্শকেরা।

রিমার্ক-হারল্যান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, প্রদর্শনীতে কালার কসমেটিকস ও স্কিনকেয়ার ব্র্যান্ড নিওর, সিওডিল, লিলি, ব্লেইজ ও’স্কিন, হারল্যান, ক্যাভোটিন, ম্যাক্স বিউ ও হোম অ্যান্ড পারসোনাল কেয়ার ব্র্যান্ড অ্যাকনল, অরিক্স, সানবিট ও টাইলক্স ব্র্যান্ডের কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোম ও পারসোনাল কেয়ার পণ্যের সমাহার ঘটিয়ে ক্রেতাদের মধ্যে সাড়া ফেলে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন।

দর্শনার্থীদের উদ্দেশ্যে নায়ক শাকিব খান বলেন, অথেনটিক মানেই রিমার্ক-হারল্যান। নিজের ও পরিবারের সুরক্ষায় সর্বাধুনিক টেকনোলজিতে তৈরি রিমার্ক-হারল্যানের অথেনটিক পণ্য ব্যবহার করুন।

অন্যদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, বিভিন্ন ক্ষতিকারক উপাদানমুক্ত রিমার্ক-হারল্যানের অথেনটিক ও অত্যাধুনিক পণ্য ব্যবহার করলে স্বাস্থ্য সুরক্ষা পাবে।

এর আগে রিমার্ক-হারল্যানের সঙ্গে যুক্ত হন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, পরীমনি, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নাজিফা তুষি, সাবিলা নূর ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

রিমার্ক এলএলসি ইউএসএর সহযোগী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া। তিনি আরও বলেন, নকল ও ভেজালমুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে বৈশ্বিক জীবনযাত্রার মান অনুযায়ী সব রকম সুযোগ-সুবিধা পান, সেটিই রিমার্কের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় রিমার্ক রিটেইল চেইন শপ হারল্যান স্টোর চালু করেছে, যেখানে নির্ভেজাল কালার কসমেটিকস, স্কিনকেয়ার, হোমকেয়ার ও পারসোনাল কেয়ার পণ্য পাওয়া যাচ্ছে।