ছবির গল্পে এনবিআরের অস্থায়ী রাজস্ব মিউজিয়াম

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী রাজস্ব সম্মেলন। সম্মেলন উপলক্ষে সেখানে একটি অস্থায়ী রাজস্ব মিউজিয়াম স্থাপন করা হয়। মিউজিয়ামে বাংলাদেশের শুল্ক-কর খাতের ইতিহাসের নিদর্শনগুলো প্রদর্শিত হয়েছে

১ / ৫
প্রায় ৫৬ বছর আগেও এ দেশে সোনা চোরাচালান হয়েছে। ১৯৬৭ সালে জুতার একটি চালানে সোনা জব্দ করা হয়। জাপানের এই কাসুকি সু-এর চালান থেকে চট্টগ্রাম কাস্টম হাউস সোনার চালানটি জব্দ করে। কাস্টম বিভাগ সূত্রে জানা গেছে, এটাই ছিল দেশের প্রথম সোনার চালান জব্দের ঘটনা।
২ / ৫
এই চমক জাগানো ঘটনাটি ঘটেছিল ১৯৬৮ সালের ২৪ জুলাই যুক্তরাষ্ট্রের হনুলুলু এয়ারপোর্টে। এই এয়ারপোর্ট দিয়েই চাঁদের পাথর ও ধূলিকণা খালাস করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনের (সিবিপি) নির্ধারিত ফরমে এসব পণ্যের ঘোষণা দিয়ে শুল্কায়ন করতে হয়েছিল। চাঁদের পাথরের আমদানিকারক ছিল ন্যাশনাল অ্যারোনেটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। আমদানি পণ্যের যানবাহন হিসেবে অ্যাপোলো-১১ দেখানো হয়েছে। সেই শুল্কায়ন ফরমে অ্যাপোলো-১১–এর ক্রু হিসেবে নীল আর্মস্ট্রং, অ্যাডুইন অলড্রিন ও মাইকেল কলিন্স সই করেন। সেই শুল্কায়ন ফরমের অনুলিপি প্রদর্শিত হয় এনবিআরের প্রদর্শনীতে।
৩ / ৫
মুক্তিযুদ্ধের সময় গঠিত অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তাজউদ্দীন আহমেদ। ১৯৭১ সালের অক্টোবরে তাঁর নিয়মিত খরচের একটি তালিকা পাওয়া গেছে। মুজিবনগর সরকারের সচিব এম নুরুল কাদের নিজ হাতে এই খরচের ফর্দটি লেখেন। এর একটি অনুলিপি রাজস্ব মিউজিয়ামে প্রদর্শিত হয়।
৪ / ৫
স্বাধীনতার ২৮ বছর পর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রথম নারী কর কমিশনার পেয়েছিল। ১৯৯৯ সালের ৫ জুলাই কর কর্মকর্তা ফেরদৌস আরা বেগম প্রথম নারী কর কমিশনার হিসেবে দায়িত্ব পান। শুল্ক-করের মতো জটিল বিষয় সামাল দিতে নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০০৫ সালের ১১ আগস্ট তিনি অবসরে যান। তাঁকে সম্মাননা জানাতে তাঁর একটি ছবি রাজস্ব মিউজিয়ামে রাখা হয়েছে।
৫ / ৫
বুদ্ধা মূর্তি এ দেশের পুরাকীর্তিগুলোর অন্যতম। শত বছর ধরে এগুলো বিভিন্নভাবে সংরক্ষণ করা হয়। আবার এসব পুরাকীর্তি অনেক সময় পাচার হয়ে যায়। ২০০৫ সালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই সোনার বুদ্ধা মূর্তিটি পাচারকালে জব্দ করেন ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা।