সিঙ্গাপুর ও সুইজারল্যান্ড থেকে এলএনজি কেনা হচ্ছে

সরকার সিঙ্গাপুর ও সুইজারল্যান্ড থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনছে, যা পরিমাণে ৬৭ লাখ ২০ হাজার এমএমবিটিইউ। এতে প্রায় ১ হাজার ২৪৩ কোটি টাকা ব্যয় হবে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ–সংক্রান্ত প্রস্তাব অনুমোদিত হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান তা সাংবাদিকদের জানান।

সাঈদ মাহমুদ খান বলেন, পেট্রোবাংলা স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানি করবে সুইজারল্যান্ডের টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে। এতে ৫৯৫ কোটি ৪৬ লাখ টাকা খরচ হবে। প্রতি এমএমবিটিইউর দাম পড়বে ১৩ দশমিক ৭৭ মার্কিন ডলার। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ দ্রুত বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) আইন ২০২১–এর আওতায় তা আমদানি করা হচ্ছে।

একই আইনের আওতায় স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানি করা হচ্ছে সিঙ্গাপুরের ভিটল এশিয়া পিটিই লিমিটেডের কাছ থেকে। এতে ব্যয় হবে ৬৪৭ কোটি ৩৫ লাখ টাকা। প্রতি এমএমবিটিইউর দাম পড়বে ১৪ দশমিক ৯৭ মার্কিন ডলার।

সাঈদ মাহমুদ খান জানান, ক্রয় কমিটির অনুমোদনের জন্য ছয়টি প্রস্তাব উপস্থাপন করা হলেও পাঁচটি অনুমোদিত হয়েছে। অনুমোদিত পাঁচ প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ৬৮২ কোটি ২৭ লাখ টাকা।

এদিকে মরক্কো ও সৌদি আরব থেকে ৭০ হাজার টন সার কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এর মধ্যে ৩০ হাজার টন টিএসপি সার এবং ৪০ হাজার টন ডিএপি। এতে ব্যয় হবে ৩৬৬ কোটি ৭২ লাখ টাকা।