ভারতে পণ্য রপ্তানিতে কতটা ঘুরতে হবে, দেখে নিন মানচিত্রে
গত শনিবার বাংলাদেশের তৈরি পোশাক, বিস্কুট-কেক, আসবাবসহ বেশ কিছু পণ্য আমদানিতে স্থলপথে বিধিনিষেধ আরোপ করেছে ভারত সরকার। এতে বাংলাদেশের ওই সব পণ্যের চালান দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আমদানিকারকদের পণ্যের চালান কলকাতা ঘুরে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে নিতে হবে। এতে বাংলাদেশি রপ্তানিকারকদের ব্যবসা কমতে পারে।