আধুনিক প্রযুক্তি ব্যবহারে নগদ–হুয়াওয়ের চুক্তি

ডিজিটাল লেনদেনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিসের সঙ্গে চুক্তি করেছে নগদ লিমিটেড। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকালে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গতকাল মঙ্গলবার বেইজিংয়ের শাংরিলা হোটেলে এ চুক্তি সই হয়। নগদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় নগদ ডিজিটাল ব্যাংক ও নগদ মোবাইল আর্থিক সেবার বিদ্যমান সুবিধার সঙ্গে যুক্ত হবে বিশ্বসেরা সব অত্যাধুনিক প্রযুক্তি। ফলে দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের গ্রাহক হিসেবে নগদের গ্রাহকেরা যেকোনো সময় যেকোনো স্থান থেকে আন্তর্জাতিক মানের লেনদেন করতে পারবেন।

নগদের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক। আর হুয়াওয়ের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্যান জুনফেং। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহ্‌মেদ পলক, নগদ ডিজিটাল ব্যাংকের চেয়ারম্যান ফরিদ খান এবং চীন সরকারের একাধিক মন্ত্রী ও পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির বিষয়ে নগদ ডিজিটাল ব্যাংকের চেয়ারম্যান ফরিদ খান বলেন, নগদ গত পাঁচ বছরে বাংলাদেশের আর্থিক খাতে বড় রকমের বিপ্লব ঘটিয়েছে। এখন এটিকে বিশ্বমানে নিয়ে যাওয়ার সময় এসেছে। নগদ ও হুয়াওয়ে যৌথভাবে বাংলাদেশে কাজটি করবে, যার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার পথে বড় অগ্রগতি হবে।

আগামী বছর বাংলাদেশ-চীনের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে গত ৮ জুলাই থেকে চীন সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

নগদের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে প্রতিষ্ঠানটির গ্রাহক ৯ কোটি। আর প্রতিদিন নগদের লেনদেন হয় ১ হাজার ৮০০ কোটি টাকা। সম্প্রতি নগদ ডিজিটাল ব্যাংকেরও লাইসেন্স পেয়েছে।