আমদানির খবরে পাইকারি বাজারে আলুর দাম কমছে

নতুন আলু

ভারত থেকে আলু আমদানির খবরে দেশের বাজারে পাইকারিতে পণ্যটির দাম কমতে শুরু করেছে। যদিও ঢাকার খুচরা বাজারে এখনো এর প্রভাব কম। তবে দেশের অন্যতম উৎপাদনস্থলে পাইকারিতে প্রতি কেজি আলুর দাম ২০ টাকায় নেমে এসেছে, যা ঢাকার খুচরা বাজারে ৪০ থেকে ৪৫ টাকা। বাজার–সংশ্লিষ্টরা অবশ্য ধারণা করছেন, আমদানি চালু রাখলে বাজারে আলুর দাম কমবে।

এক সপ্তাহ আগেও ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম ৫০ টাকার আশপাশে ছিল। ভরা মৌসুম হলেও দাম সেভাবে কমছিল না। এরই মধ্যে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। এই খবরে উত্তরাঞ্চলের অন্যতম আলু উৎপাদনস্থলে আলুর দাম কমতে শুরু করেছে। দিনাজপুরে গত এক সপ্তাহে পাইকারিতে আলুর দাম কেজিতে ১০ টাকা কমেছে।

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের নতুনবাজার এলাকার ব্যবসায়ী মেহেদি হাসান জীবন প্রথম আলোকে জানান, গতকাল সোমবার সকালে পাইকারি বাজারে প্রতি কেজি আলু ২০ টাকা দরে বিক্রি হয়েছে। বাজারে যেভাবে আলুর সরবরাহ বাড়ছে তাতে দাম কমবে। পাইকারিতে দাম কমলে খুচরা বাজারেও কমে।

পাইকারিতে আলুর দাম কমলেও ঢাকার খুচরা বাজারে অবশ্য এখনো সেভাবে প্রভাব পড়েনি। গতকাল সোমবার রাজধানীর মালিবাগ, মগবাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে প্রতি কেজি আলু ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারে বেশি পরিমাণে কিনলে দাম একটু কম পড়ে। তবে উৎপাদনস্থলের চেয়ে এখনো ঢাকায় প্রায় দ্বিগুণ দামে আলু বিক্রি হয়।

কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, আলুর সরবরাহ বেড়েছে। দামও কমতির দিকে। তবে অন্যান্যবার দাম দ্রুত কমে এলেও এবার তুলনামূলক ধীর গতিতে কমছে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের প্রতিবেদন বলছে, ঢাকার বাজারে এখন ৩০ থেকে ৪৫ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ৪০ থেকে ৫০ টাকা। তবে গত বছরের এ সময়ে প্রতি কেজি আলুর দাম ছিল ২২ থেকে ২৮ টাকা।

তিন দিন ধরে বাজারে আলুর সরবরাহ বেড়েছে বলে জানান দিনাজপুরের ব্যবসায়ীরা। ভারত থেকে আলু আমদানিও হয়েছে।

হিলি স্থলবন্দরের আলু আমদানিকারক প্রতিষ্ঠান এম আর ট্রেডার্সের স্বত্বাধিকারী মনোয়ার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সোমবার দুপুরে ভারত থেকে আমার প্রতিষ্ঠানের নামে দুই ট্রাকে ৫৫ টন আলু আমদানি হয়েছে। আলু আমদানিতে প্রতি টনে খরচ পড়েছে ১৫৫ ডলার।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সূত্র জানা গেছে, চলতি বছরে গতকাল পর্যন্ত নতুন করে ১ লাখ ২৬ হাজার ২৪০ টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা ইতিমধ্যে আলু আমদানি শুরু করায় বাজারে দাম কমতে শুরু করেছে।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন প্রতিনিধি, বিরামপুর, দিনাজপুর]