আমানত ও ঋণের সুদহার বাড়াতে পারবে আর্থিক প্রতিষ্ঠানগুলোও

বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

ব্যাংকের পর এবার আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সুদহারও বাড়ানোর সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানের আমানতের সুদহারও বাড়ছে। এখন আগের তুলনায় গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত দশমিক ৫০ শতাংশ সুদ নিতে পারবে আর্থিক প্রতিষ্ঠান। একই হারে আমানতের সুদহারও বাড়ানোর সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে আজ রোববার এই নির্দেশনা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহার বাড়ানোর পর গত বৃহস্পতিবার ব্যাংকের সুদহার দশমিক ৫০ শতাংশ বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। এখন আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বা বিনিয়োগের সুদহারের সঙ্গে আমানতের সুদহার বাড়ানোর সুযোগ দেওয়া হলো।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঋণের সুদহার নির্ধারণের ক্ষেত্রে স্মার্টের সঙ্গে (বর্তমানে স্মার্ট ৭ দশমিক ২০ শতাংশ) সর্বোচ্চ সাড়ে ৫ শতাংশ মার্জিন যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে। আগে এই মার্জিন ছিল ৫ শতাংশ। তাতে নতুন হিসেবে আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সুদহার নির্ধারণের সর্বোচ্চ সীমা হবে ১২ দশমিক ৭ শতাংশ।
আমানতের সুদহারের ক্ষেত্রে বর্তমান স্মার্ট—৭ দশমিক ২০ শতাংশের সঙ্গে মার্জিন যোগ হবে ২ দশমিক ৫ শতাংশ। তাতে আমানতের সুদহারের সর্বোচ্চ সীমা দাঁড়াবে ৯ দশমিক ৭ শতাংশ।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এখন যে পদ্ধতির ওপর ভিত্তি করে ঋণের সুদহার নির্ধারিত হচ্ছে, সেটি পরিচিত স্মার্ট বা সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল হিসেবে। প্রতি মাসের শুরুতে এই হার জানিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। জুলাইয়ে স্মার্ট রেট ছিল ৭ দশমিক ১০ শতাংশ, সেপ্টেম্বরে যা বেড়ে হয়েছে ৭ দশমিক ২০ শতাংশ।
নতুন এই প্রজ্ঞাপনে সুদহারের বিষয়টি ছাড়া অন্য কোনো পরিবর্তন আনা হয়নি। সেই হিসাবে এর আগের প্রজ্ঞাপনের অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

আগের প্রজ্ঞাপন অনুসারে, আর্থিক প্রতিষ্ঠানগুলো অতিক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প (সিএমএসএমই) এবং ভোক্তা ঋণের আওতাধীন ব্যক্তিগত ঋণ ও গাড়ি ক্রয় ঋণে আরও ১ শতাংশ তদারকি মাশুল আদায় করতে পারবে।

তবে আর্থিক প্রতিষ্ঠানগুলো কোনো সুদ আরোপ করার পর ছয় মাসের মধ্যে তা পরিবর্তন করতে পারবে না। এর মধ্যে সুদহার বাড়লেও ব্যাংক গ্রাহকের সুদ বাড়বে না। আবার সুদহার কমলেও গ্রাহকের সুদ কমবে না।

ব্যাংকগুলোর ক্ষেত্রে শুধু ঋণের সুদহার নির্ধারণ করা হলেও আর্থিক প্রতিষ্ঠানে আমানত ও ঋণের উভয় সুদহার নির্ধারণ করে দেওয়া হলো।