ভ্যাট লটারির প্রথম বিজয়ীর নম্বর ০০২৪২২ ডব্লিউওয়াইএসওয়াইডিজিডব্লিউ ৮৯৪

প্রতি মাসের মতো নভেম্বর মাসের ভ্যাটের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। প্রথম বিজয়ীর কুপন নম্বর হলো ০০২৪২২ ডব্লিউওয়াইএসওয়াইডিজিডব্লিউ ৮৯৪। এই বিজয়ী পুরস্কার হিসেবে এক লাখ টাকা পাবেন। দ্বিতীয় পুরস্কার বিজয়ীর কুপন নম্বর হলো ০০০১২২ এমডব্লিউটিআইআইএমকিউ ২৪২। দ্বিতীয় বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন ৫০ হাজার টাকা।

প্রতি মাসের মতো আজ রোববার নভেম্বর মাসের ভ্যাটের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। লটারি বিজয়ীর নাম ঘোষণা উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এনবিআরের সদস্য মইনুল খান।

২০২১ সালের জানুয়ারি মাসে প্রথমবারের মতো প্রতি মাসে ১০১ ভ্যাটদাতাকে ১০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কারের উদ্যোগ নেওয়া হয়। ইএফডি মেশিনের মাধ্যমে বেচাকেনাকে উৎসাহিত করতে এনবিআরের ভ্যাট বিভাগ লটারির এ আয়োজন করে আসছে। ইএফডি মেশিনের মাধ্যমে কেনাকাটার পর যে রসিদ দেওয়া হয়, সেটির ভিত্তিতে লটারি করা হয়ে থাকে। ওই রসিদ ছাড়া লটারির বিজয়ীরা পুরস্কার দাবি করতে পারেন না।

নভেম্বর মাসের বিজয়ীদের চলতি মাসের শেষ কার্যদিবসের মধ্যে পুরস্কারের জন্য আবেদন করতে হবে। এরপর কুপন নম্বর মিলিয়ে দেখাসহ যাবতীয় যাচাই–বাছাই করা হবে। আবেদনপত্রে আবেদনকারীর নাম, সই, ঠিকানা, মুঠোফোন নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর (প্রযোজ্য ক্ষেত্রে), চালান নম্বর ও ইস্যুর তারিখ থাকতে হবে।