পদত্যাগ করছেন আইডিআরএর চেয়ারম্যান জয়নুল বারী
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান পদ থেকে সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারী পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আজ বুধবার প্রথম আলোকে তিনি এ তথ্য জানান।
সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারীকে ২০২২ সালের ১৫ জুন আইডিআরএ চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। তাঁকে তিন বছরের জন্য প্রতিষ্ঠানটির চেয়ারম্যান করা হয়। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদত্যাগ করছেন, তার ধারাবাহিকতায় এবার আইডিআরএর চেয়ারম্যান পদত্যাগ করতে যাচ্ছেন।
জয়নুল বারী প্রথম আলোকে বলেন, ‘আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকালের মধ্যেই পদত্যাগপত্র আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠিয়ে দেব।’
আইডিআরএতে যোগ দেওয়ার আগে জয়নুল বারী পরিকল্পনা বিভাগের সচিব ছিলেন। তার আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার, কক্সবাজারের জেলা প্রশাসক, চট্টগ্রামের জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
২০১১ সালে প্রতিষ্ঠিত আইডিআরএর প্রথম চেয়ারম্যান ছিলেন এম শেফাক আহমেদ।