আইসিসির বৈশ্বিক চেয়ারম্যান মারিয়া ফার্নান্দা গারজা তিন দিনের সফরে এখন ঢাকায়
প্যারিসভিত্তিক আন্তর্জাতিক ব্যবসায়িক সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) চেয়ারম্যান মারিয়া ফার্নান্দা গারজা তিন দিনের এক আনুষ্ঠানিক সফরে আজ শনিবার ঢাকায় এসেছেন।
ঢাকায় অবস্থানকালে মারিয়া ফার্নান্দা বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং দেশের ব্যবসায়ী–শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলমসহ ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি আইসিসি, বাংলাদেশের নির্বাহী পর্ষদের সদস্যদের সঙ্গে সংগঠনটির ঢাকার সচিবালয়ে বৈঠকে মিলিত হবেন।
আইসিসি বাংলাদেশ আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, একজন ব্যবসায়ী নেতা হিসেবে মারিয়া ফার্নান্দা ব্যবসায়ে ন্যায্যতা কায়েমের দৃঢ় প্রবক্তা। তিনি বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের পর্ষদ সদস্য। ১০ বছর ধরে তিনি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সম্মেলনে মেক্সিকোর প্রতিনিধি ছিলেন এবং আইএলওর ৯৮তম অধিবেশনে এমপ্লয়ারদের (নিয়োগদাতা) ভাইস চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন।
মারিয়া ফার্নান্দা গারজা দুই বছরের মেয়াদে ২০২২ সালের ১ জুলাই আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। তিনি ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন। তিনি বিটুয়েন্টি (বি২০) ও জাতিসংঘের ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের উপদেষ্টা এবং প্রতিনিধিদলের সদস্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেক্সিকোর নাগরিক মারিয়া ফার্নান্দা গারজা হোম ইমপ্রুভমেন্ট-ওয়াটার সলিউশন কোম্পানি ওরেস্তিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এই কোম্পানি ইউএসএমসিএ অঞ্চল, লাতিন আমেরিকা ও এশিয়া অঞ্চলে পণ্য রপ্তানি করে থাকে। তিনি ব্যবসায়ের সামগ্রিক পরিবেশের উন্নতিতে অবদান রেখেছেন। তিনি মেক্সিকোর নেতৃস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান কোপারমেক্স, সিসিই ও আলিয়ার্সের নির্বাহী সদস্য।
মারিয়া ফার্নান্দা ২০১৪-২০ সাল পর্যন্ত আইসিসি মেক্সিকোর চেয়ারম্যান এবং ২০১২-২০ সাল পর্যন্ত আইসিসি রিজিওনাল কনসালটেটিভ গ্রুপ ফর আমেরিকাসের আঞ্চলিক সমন্বয়কারী ছিলেন। এ ছাড়া তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অব আরবিট্রেশনের পরিচালনা পর্ষদ, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির টেকসই নগরায়ণবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য।