তিন দিনের ব্যবসা সম্মেলন আজ শুরু 

দেশের অর্থনৈতিক সামর্থ্য প্রদর্শন, বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ব্যবসা সম্মেলন ২০২৩’ আজ শনিবার শুরু হচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ সকালে এই সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

নিজেদের সংগঠনের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই সম্মেলন আয়োজন করছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এ আয়োজনে সহযোগিতা করছে বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। 

এফবিসিসিআই জানিয়েছে, সম্মেলনে যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ ৭টি দেশের মন্ত্রী, ১২টি বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহীসহ ২ শতাধিক বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেবেন। সম্মেলনে অংশ নিতে ইতিমধ্যে ৭৫০ জন নিবন্ধন করেছেন। 

রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে গত বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সামর্থ্য, বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বিনিয়োগ বৃদ্ধিতে এই সম্মেলন ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন ব্যবসার সুযোগ সৃষ্টিতে প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। 

এই ব্যবসা সম্মেলনে বাংলাদেশকে ব্র্যান্ডিং করা হবে বলে জানান জসিম উদ্দিন। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের অপার সম্ভাবনা আছে। সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে ৭৫০ জন নিবন্ধন করেছেন। তার বাইরেও অনেকে সম্মেলনে অংশ নেবেন। দেশ-বিদেশের যে ব্যবসায়িক প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন, তাঁরা ভালো অঙ্কের নিবন্ধন ফি প্রদান করেছেন। এ থেকে বোঝা যায়, বাংলাদেশের ব্যবসার পরিবেশ নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ আছে। তাঁরা এখানে ব্যবসা করতে চান। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।’

তিন দিনের সম্মেলনে বাংলাদেশে যেসব খাতে বিনিয়োগের সুযোগ আছে, যেমন অবকাঠামো, দীর্ঘমেয়াদি অর্থায়ন, পোশাক ও বস্ত্র, ভোগ্যপণ্য, জ্বালানি নিশ্চয়তা, কৃষি ব্যবসা, অটোমোবাইল, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, সরকারি-বেসরকারি অংশীদারত্বসহ বিভিন্ন বিষয়ে ১৭টি অধিবেশন হবে।