সোনার দাম ভরিতে ১,৭৫০ টাকা কমছে, তবু ১,০৮, ১২৫ টাকা

ফাইল ছবি: প্রথম আলো

বিশ্ববাজারে সোনার দাম কিছুটা হ্রাস পাওয়ায় দেশের বাজারে ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা কমানো হয়েছে। তারপরও ভালো মানের অর্থাৎ হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। নতুন দর আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর সিদ্ধান্ত জানায়। শেষ গত ৩০ নভেম্বর সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছিল। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

চলতি বছরের ২০ জুলাই দেশের ইতিহাসে এই প্রথম ২২ ক্যারেট সোনার দাম লাখ টাকা ছাড়িয়ে যায়। তখন ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৭৭৭ টাকা। মাঝখানে মূল্যবান এই ধাতুর দাম কিছুটা কমলেও পরে আবারও সোনার দাম ভরিতে লাখ টাকা ছাড়িয়ে যায়।

জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার দাম ১ হাজার ৬০৯ টাকা কমে ভরিপ্রতি ১ লাখ ৩ হাজার ২৫০ টাকা হবে।

১৮ ক্যারেট সোনার দাম ভরিতে কমছে ১ হাজার ৪৫৮ টাকা। এই মানের সোনার দাম হবে প্রতি ভরি ৮৮ হাজার ৪৭১ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ২২৫ টাকা কমে প্রতি ভরির দাম হবে ৭৪ হাজার ৯৪১ টাকা।

এদিকে সোনার দাম কমলেও রুপার দর অপরিবর্তিত আছে। হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা।