এনভয় টেক্সটাইলসের এমডি তানভীর, বাদ ডিএমডি শেহরীন

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নির্বাচিত হয়েছেন তানভীর আহমেদ। কোম্পানিটির বিশেষ সাধারণ সভা বা ইজিএমে শেয়ারধারীদের সরাসরি ভোটে তিনি এমডি নির্বাচিত হন। একই সভায় শেয়ারধারীদের বড় অংশ কোম্পানিটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শেহরীন সালামের নিয়োগের বিরোধিতা করেন। ফলে ডিএমডি পদ থেকে বাদ পড়েন শেহরীন সালাম।

শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলসের এমডি ও ডিএমডি নিয়োগের জন্য গত শনিবার আদালতের নির্দেশনা অনুযায়ী ইজিএম অনুষ্ঠিত হয়। রাজধানীর গুলশানের শুটিং ক্লাবে এ ইজিএমে এমডি ও ডিএমডি পদে শেয়ারধারীরা তাঁদের মতামত দেন।

এনভয় টেক্সটাইলসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেয়ারধারীদের মধ্যে ১০ কোটি ১ লাখ ৫১ হাজার ৯৪২টি ভোট তানভীর আহমেদকে এমডি নিয়োগের পক্ষে পড়ে, যা মোট ভোটের প্রায় ৭৩ শতাংশ। এ ছাড়া উপব্যবস্থাপনা পরিচালক শেহরীন সালামের নিয়োগের বিপক্ষে ভোট পড়ে ১০ কোটি ১ লাখ ৩৯ হাজার ৯১২টি, যা মোট ভোটের প্রায় ৭৩ শতাংশ।

গত ২৯ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এনভয় টেক্সটাইলসের পরিচালক শেহরীন সালাম এ সভা স্থগিতের বিষয়ে হাইকোর্টে আপিল করেন। পরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের বেঞ্চ শুনানি শেষে সেই আপিল খারিজ করে দেন। ফলে গত শনিবার ইজিএম অনুষ্ঠিত হয়।