এবার ব্যাংক কমিশন গঠনের প্রস্তাব দিল এফবিসিসিআই

এফবিসিসিআইছবি: সংগৃহীত

ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবার ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিতে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে ব্যাংক কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে। তারা বলেছে, ব্যাংক ও আর্থিক খাতে শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে ব্যাংক কমিশন গঠন কিংবা ব্যাংক খাত সংস্কার কর্মসূচি গ্রহণ, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে পেশাদারত্বকে প্রাধান্য দেওয়া এবং পরিচালকদের মেয়াদ সংস্কারের বিষয়ে অনতিবিলম্বে উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম সামষ্টিক অর্থনীতি ও রাজস্বসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বাস্তবায়নে কিছু পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেন। এর মধ্যে সামষ্টিক অর্থনীতিসহ আমদানি শুল্ক, আয়কর, মূসক ইত্যাদি বিষয় রয়েছে। গত মাসের প্রথম সপ্তাহে অর্থমন্ত্রীর কাছে এসব প্রস্তাব করেন তাঁরা।

আগামী অর্থবছরের বাজেটে বিবেচনার জন্য অর্থমন্ত্রীকে দেওয়া প্রস্তাবনায় এফবিসিসিআই সভাপতি বর্তমানে জাতীয় অর্থনীতিতে বিদ্যমান ১১টি চ্যালেঞ্জের কথা জানিয়েছেন। তার মধ্যে রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বাজার তদারকি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুতে সংকট, প্রবাসী আয়ে শ্লথগতি, ডলারের পর্যাপ্ততা নিশ্চিতকরণ, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, সুদের হার ও আর্থিক খাতের সংকট ইত্যাদি।

অর্থমন্ত্রীকে দেওয়া প্রস্তাবনায় এফবিসিসিআই সভাপতি বৈদেশিক মুদ্রার সংকট নিরসনে পদক্ষেপ গ্রহণে জোর দিয়েছেন। মাহবুবুল আলম বলেছেন, বিদেশি অর্থায়নে প্রকল্প নেওয়ার ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। অর্থ পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে রাজনৈতিক প্রতিশ্রুতি প্রয়োজন। এ ছাড়া প্রবাসী আয় ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির পদক্ষেপ লাগবে।

মাহবুবুল আলম তাঁর প্রস্তাবনার চিঠিতে অগ্রিম আয়কর ব্যবসার খরচ বাড়াচ্ছেন বলে দাবি করেন। তিনি বলেন, ‘নতুন আয়কর আইনে উৎসে কর কর্তনের বিধানগুলো তেমন পরিবর্তন করা হয়নি। উৎসে কর নির্ধারণের জন্য কোনো রকম সমীক্ষা করা হয়নি। অনেক ক্ষেত্রেই কর কর্তনের হার ব্যবসার প্রকৃত মুনাফার তুলনায় অনেক বেশি। কর কর্তনের যৌক্তিক হার নির্ধারণের জন্য সমীক্ষার উদ্যোগ নেওয়া দরকার। কারণ, বিদ্যমান কাঠামোতে ব্যবসার খরচ বেড়ে যাচ্ছে। যে কারণে আন্তর্জাতিকভাবে আমাদের অসম প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে।’

আমদানি করা, মধ্যবর্তী কাঁচামালসহ যাবতীয় শিল্প উপকরণের ওপর আরোপ করা অগ্রিম আয়কর ও আগাম কর প্রত্যাহারের প্রস্তাব দিয়েছেন মাহবুবুল আলম। এতে তিনি বলেন, কর ফাঁকি বের করতে কর কর্মকর্তাদের পুরস্কার দেওয়া হয়। এ জন্য আইনের অপপ্রয়োগ হয়।

অনেক সৎ ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন। তাই সরকারি কর্মকর্তাদের স্বেচ্ছা ক্ষমতা কমানোর জন্য পুরস্কার প্রথা বাতিল করতে হবে। রাজস্ব ফাঁকি উদ্‌ঘাটনে কর্মকর্তাদের বিকল্প উপায়ে যথাযথ স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা নেওয়া যেতে পারে।

রাজস্ব আয় বাড়াতে আগামী বাজেটে বিবেচনার জন্য মাহবুবুল আলম করহার কমিয়ে আয়কর ও মূসকের আওতা বাড়ানোর প্রস্তাব দেন।