দেশের নতুন সিএজি হলেন নুরুল ইসলাম

মো. নুরুল ইসলাম

মো. নুরুল ইসলামকে নতুন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।

নুরুল ইসলাম বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) পদে দায়িত্ব পালন করছেন।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন অধিশাখা থেকে গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৭ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদে মো. নুরুল ইসলামকে নিয়োগ দিয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নুরুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর থেকে পাঁচ বছর বা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে হবে, সে সময় পর্যন্ত সিএজি পদে দায়িত্ব পালন করবেন। তিনি মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (পারিশ্রমিক ও বিশেষ অধিকার) আইন, ১৯৯৮ অনুযায়ী বেতন ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা পাবেন।

শপথ গ্রহণের পর সিএজি পদে নুরুল ইসলামের নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

নতুন সিএজি নুরুল ইসলাম অষ্টম বিসিএসের কর্মকর্তা। তিনি ১৯৮৯ সালে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে নিয়োগ পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে স্নাতক ও পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বর্তমান সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরী ২০১৮ সালের ১৭ জুলাই দায়িত্ব নেন। আগামী রোববার তাঁর মেয়াদ শেষ হচ্ছে।