চার দিনের ব্যবধানে আবার কমেছে সোনার দাম, ভরি ৯৭ হাজার টাকা
চার দিনের ব্যবধানে সোনার দাম আরেক দফা কমছে। এবারে প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১৬৭ টাকা কমানো হচ্ছে। এতে করে ভালো মানের, অর্থাৎ হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ৯৭ হাজার ৪৪ টাকা। নতুন এই দর আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে।
এ নিয়ে গত সাত দিনে তিন দফায় সোনার দাম ভরিতে ৪ হাজার ২০০ টাকা কমেছে। এতে করে সোনার ভরি এক লাখ টাকার নিচে নেমে এসেছে। ২৮ সেপ্টেম্বরের আগপর্যন্ত সোনার দাম ছিল প্রতি ভেরি ১ লাখ ১ হাজার ২৪৪ টাকা। গত ২১ জুলাই দেশের ইতিহাসে প্রথমবারের মতো সোনার দাম এক লাখ টাকা ছাড়িয়ে যায়।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে পাকা সোনার দাম কমেছে। সে কারণে সমিতির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, আগামীকাল প্রতি ভরি ২২ ও ২১ ক্যারেট সোনার দাম কমবে ১ হাজার ১৬৭ টাকা। আর ১৮ ক্যারেটের দাম ভরিতে ৯৩৩ টাকা, আর প্রতি ভরি সনাতন পদ্ধতির সোনার দাম ৮১৬ টাকা কমবে। দাম কমানোর ফলে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৯৭ হাজার ৪৪ টাকা, ২১ ক্যারেট সোনা ৯২ হাজার ৬১২ , ১৮ ক্যারেট ৭৯ হাজার ৪৩২ ও সনাতন পদ্ধতির সোনা ৬৬ হাজার ১৩৫ টাকায় বিক্রি হবে।
এদিকে আজ পর্যন্ত হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৯৮ হাজার ২১১ টাকা, ২১ ক্যারেট ৯৩ হাজার ৭৭৯, ১৮ ক্যারেট ৮০ হাজার ৩৬৫ ও সনাতন পদ্ধতির সোনা ৬৬ হাজার ৯৫১ টাকায় বিক্রি হয়েছে।