আবার কমেছে প্রায় সব ধরনের সোনার দাম
দেশের বাজারে বেশির ভাগ সোনার দর আরেক দফা কমেছে। তবে এক ধরনের সোনার দাম বেড়েছে। আজ শনিবার দুপুরে সোনার দাম সমন্বয়ের কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি।
জুয়েলার্স সমিতির তথ্য অনুসারে, হলমার্ক করা ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম কমলেও বেড়েছে সনাতন পদ্ধতির সোনার দাম। নতুন দাম আজ বিকেল থেকে কার্যকর হয়েছে।
এ দফায় হলমার্ক করা সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৬৩০ টাকা কমানো হয়েছে। এতে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ১ লাখ ১২ হাজার ৯৩১ টাকা।
সোনার দাম কমার কারণ হিসেবে স্থানীয় বাজারে খাঁটি সোনার দর হ্রাসের কথা জানিয়েছেন জুয়েলার্স সমিতির নেতারা। এ নিয়ে টানা চার দফায় সোনার দাম কমল। এর আগে ২৩, ২৪ ও ২৫ এপ্রিল সোনার দাম কমেছিল। চার দফা মিলিয়ে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ৬ হাজার ৪৯৭ টাকা কমেছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম কমে ১ লাখ ৭ হাজার ৭৯৯ টাকা ও ১৮ ক্যারেট সোনার দাম কমে ৯২ হাজার ৪০২ টাকা হয়েছে। দাম কমানোর আগে আজ দুপুর পর্যন্ত দেশে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ভরি ১ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট সোনা ১ লাখ ৮ হাজার ৪০৫ টাকা ও ১৮ ক্যারেট ৯২ হাজার ৯১৫ টাকা ছিল। সে হিসাবে এ দফায় ২২ ক্যারেটে ভরপ্রতি ৬৩০ টাকা, ২১ ক্যারেটে ৬০৬ ও ১৮ ক্যারেটে ৫১৩ টাকা দাম কমেছে।
অন্যদিকে হলমার্ক করা ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দাম কমলেও বেড়েছে সনাতন পদ্ধতির সোনার দাম। আজ দুপুর পর্যন্ত সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ৭৪ হাজার ৮০১ টাকা। তবে সেটি ভরিতে একলাফে ২ হাজার ৪১ টাকা বৃদ্ধি পেয়ে ৭৬ হাজার ৮৪২ টাকা হয়েছে।
এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত আটবার সোনার দামে পরিবর্তন হয়েছে। এর মধ্যে ২১ এপ্রিল দাম বাড়ার পর প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা। এটি ছিল দেশের ইতিহাসে এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।