মা দিবসে লংকাবাংলা ফাইন্যান্সের বিশেষ প্রচারণা
বিশ্ব মা দিবস উপলক্ষে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি আয়োজন করেছে ব্যতিক্রমধর্মী একটি প্রচারণা ‘মাতৃত্বই পৃথিবীর সবচেয়ে মহৎ পেশা’।
মা দিবসে ১১ জন মায়ের বক্তব্য ভিডিওতে ধারণ করেছে লংকাবাংলা ফাইন্যান্স, যেখানে এসব মায়ের এগিয়ে যাওয়ার গল্পগুলো তুলে ধরা হয়েছে। লংকাবাংলা ফাইন্যান্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে।
ওই ভিডিওতে উঠে এসেছে, কীভাবে একজন মা তাঁর পেশাগত জীবনের পাশাপাশি সন্তানকে লালন–পালন করছেন, নিঃস্বার্থভাবে ভূমিকা রাখছেন সংসার ও প্রাত্যহিক জীবনে। ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লংকাবাংলা ফাইন্যান্সের এ প্রচারণার মূল লক্ষ্য হলো সমাজে মায়েদের অবদান ও ত্যাগ তুলে ধরা এবং তাঁদের অজানা গল্পগুলো সবার সামনে তুলে ধরা। সন্তান লালন–পালন শুধু দায়িত্ব নয়; বরং এটি পৃথিবীর যেকোনো পেশার চেয়ে অধিক ত্যাগ, মমতা ও ধৈর্যের দাবি রাখে। শুধু তা–ই নয়, মাতৃত্বের পরিচয় একজন মায়ের কাছে অন্য যেকোনো পরিচয়ের ঊর্ধ্বে, সে বিষয়ই সামনে নিয়ে আসে এ প্রচারণা।