বিজিএপিএমইএর নির্বাচন ১১ মে, একটি প্যানেল ঘোষণা

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পর এবার প্রশাসকের অধীনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) পরিচালনা পর্ষদের নির্বাচন। আগামী ১১ মে অনুষ্ঠেয় এই নির্বাচনে সংগঠনের সদস্যরা একাধিক প্যানেলে প্রার্থী হবেন বলে জানা গেছে।

বাণিজ্য সংগঠনটির নির্বাচনে ইলেকশন ফর ইউনিটি নামে একটি প্যানেলের নেতৃত্ব দেবেন আদজি ট্রিমসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহরিয়ার। তিনি বিজিএপিএমইএর সাবেক পরিচালক। এ ছাড়া বাংলাদেশ অ্যাপারেল ইয়ুথ লিডারস অ্যাসোসিয়েশনের (বায়লা) সাধারণ সম্পাদক পদেও দায়িত্ব পালন করছেন মো. শাহরিয়ার। শিগগির আরও প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেবেন।

মো. শাহরিয়ার

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি আবদুল কাদের খান ইলেকশন ফর ইউনিটি প্যানেল ও এটির দলনেতার নাম ঘোষণা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএপিএমইএর সাবেক সভাপতি রাফেজ আলম চৌধুরী, ইকবাল হোসেন, সফিউল্লাহ চৌধুরী প্রমুখ।

রাফেজ আলম চৌধুরী বলেন, ‘সঠিক নেতৃত্বের অভাবে ব্যবসা পরিচালনায় বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। আগামী দিনে ব্যবসায় ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের একটি শক্তিশালী নেতৃত্ব দরকার।’ তিনি বলেন, তরুণ নেতৃত্বই পারবে সামনের দিনে সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম ও নবনির্বাচিত পরিচালক আবরার হোসেন, নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।

গত ফেব্রুয়ারি মাসে বিজিএপিএমইএর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ইতিমধ্যে প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন বোর্ড। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. রাজ্জাকুল ইসলাম। বোর্ডের সদস্যরা হলেন উপসচিব আশরাফুর রহমান ও তানিয়া ইসলাম।

বিজিএপিএমইএ দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়ক পণ্য সরবরাহকারী কারখানামালিকদের সংগঠন। এই সংগঠনের নেতাদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও মামলার পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের দেওয়া নির্দেশে বাণিজ্য মন্ত্রণালয় গত বছরের ৫ সেপ্টেম্বর বিজিএপিএমইএর সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে অপসারণ করেছে। এর ৯ দিন পর সংগঠনটিতে প্রশাসক বসায় মন্ত্রণালয়। আড়াই বছর আগে প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে সভাপতি হয়েছিলেন মোয়াজ্জেম হোসেন।