আইবিএ হলো বিজনেস কেইস প্রতিযোগিতায় এবারের চ্যাম্পিয়ন 

এইচএসবিসি বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) আয়োজিত ‘বিজনেস কেইস কম্পিটিশন ২০২৩’ শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিজয়ী দলগুলোর সদস্যরা
ছবি: এইচএসবিসির সৌজন্যে

দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) আয়োজিত ‘বিজনেস কেইস কম্পিটিশন ২০২৩’ শীর্ষক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়েছে। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)। এতে দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে যথাক্রমে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ (এফবিএস)।

এ বছর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পর্যায়ের মোট ১৬০ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে পাঁচটি দলকে খাদ্যনিরাপত্তাসংক্রান্ত ব্যবসায়িক বিষয় সমাধান করতে দেওয়া হয়। তখন প্রতিযোগীরা তাঁদের সমাধান ও পরামর্শ বিচারকদের কাছে উপস্থাপন করেন। বিচারকেরা সেরা তিন দল নির্বাচন করেন। এর মধ্যে চ্যাম্পিয়ন দলকে দুই লাখ, প্রথম রানার্সআপ দলকে এক লাখ ও দ্বিতীয় রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন দলটি হংকংয়ে অনুষ্ঠিতব্য আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়া প্রধান অতিথি ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহবুব উর রহমান ও আইবিএর পরিচালক মোহাম্মদ এ মোমেন।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থার (এফএও) ন্যাশনাল কনসালট্যান্ট (প্রোগ্রাম) অনিল কুমার দাস, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী, আইডিএলসি ফাইন্যান্সের ডিএমডি সৈয়দ জাভেদ নূর ও ব্যায়ার ক্রপসায়েন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল ইসলাম। 

চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর দল খিচুড়ির চার সদস্য হলেন শুভাশীষ চক্রবর্তী, আবির এরশাদ, মুহতাসিম বিন হাবিব ও মাশরিফ হাসান। প্রথম রানার্সআপ বিইউপির দল নেভিগেটরসের সদস্যরা হলেন ফারহান ইসরাক, শাহরিয়ার জাহিদ, রাইয়ান ইহাব ও ফায়েযা ফাহমিদা। সেকেন্ড রানার্সআপ এফবিএসের (ঢাবি) দল টেকিং ওভারের সদস্যরা হলেন ইসতিয়াজ উদ্দিন, কাওছার আলম, কাজী আনিকা আরেফীন ও তৌসিফ-উর-রাহমান।