বিদ্যুৎ সাশ্রয়ে বড় দিনের ছুটিতে কার্যালয় বন্ধ রাখবে পিডব্লিউসি

বিদ্যুৎ সাশ্রয়ে বিশ্বের অন্যতম বৃহৎ হিসাবরক্ষণ প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউস কুপার্স (পিডব্লিউসি) বলেছে, এবার বড়দিনের ছুটিতে তাদের প্রধান কার্যালয় বন্ধ রাখা হবে। সংকটের সময় বিদ্যুৎ বাঁচাতে তারা এই প্রথম এমন ব্যবস্থা নিল।

পিডব্লিউসির কর্মীসংখ্যা প্রায় ২৪ হাজার, লন্ডনে তাদের মোট ১৯টি কার্যালয় আছে। খবর বিবিসির।

আরও পড়ুন

পিডব্লিউসি জানিয়েছে, ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত লন্ডনের প্রধান কার্যালয়সহ আরও কিছু ছোট কার্যালয় বন্ধ রাখা হবে। কোম্পানির চেয়ারম্যান কেভিন এলিস বলেছেন, এই সংকটের সময় উৎসব চলাকালে সব কার্যালয় খোলা রাখার অর্থ হয় না।

বড়দিনের সময় পিডব্লিউসির অধিকাংশ কর্মী ছুটিতে থাকবেন। তবে ছুটির সময় বাড়িতে থাকলেও কাজের ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়; কারণ, গত তিন বছর মহামারির মধ্যে মানুষ বাড়িতে থেকে কাজ করতে অভ্যস্ত হয়ে গেছে।

কেভিন এলিস বিবিসিকে আরও বলেন, ‘এই সংকটের সময়ে আমাদের কর্মীরা চান, অফিস কিছুটা বিদ্যুৎ সাশ্রয় করুক। আমাদের কাছে অফিস ও কর্মসংস্কৃতি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এমন জরুরি সময়ে ছুটির মধ্যে সব কার্যালয় খোলা রাখা অর্থহীন।’

পিডব্লিউসি কর্মীদের কাজের ব্যাপারে যথেষ্ট স্বাধীনতা দিয়েছে। তাদের রীতি হচ্ছে, কর্মীরা চাইলে ভোরবেলায় কাজ শুরু করতে পারেন, আবার রাতদুপুরেও কাজ শেষ করতে পারেন। এর ফলে সংকটের সময় বিশেষভাবে কাজ সমাধা করতে কর্মীদের সমস্যা হওয়ার কথা নয় বলে মনে করছেন বিশ্লেষকেরা।

শুধু পিডব্লিউসি নয়, আরও বেশ কয়েকটি বড় হিসাবরক্ষণ কোম্পানি বড়দিনের মধ্যে কার্যালয় বন্ধ রেখেছে, এমন ইতিহাস আছে। ডেলয়েট গত কয়েক বছরে উৎসবের সময় কার্যালয় বন্ধ রেখেছে। এবার তারাও জানিয়েছে, ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি তাদের যুক্তরাজ্যের সব কার্যালয় বন্ধ থাকবে।

আরও পড়ুন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর জ্বালানির দাম অনেকটাই বেড়েছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপ, বিশেষ করে যুক্তরাজ্য। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, যে সময় সবচেয়ে বেশি বিদ্যুৎ ব্যবহার করা হয়, সেই সময় পরিবার ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানাচ্ছে যুক্তরাজ্যের ন্যাশনাল গ্রিড। তারা বলছে, শীতকালে এমন সময় বিদ্যুৎ ব্যবহার হ্রাস করা হলে ছাড় দেওয়া হবে।