চীনে বড় এক আবাসন কোম্পানির কর্মী আটক

চীন
ফাইল ছবি: রয়টার্স

চীনা আবাসন খাতের বড় কোম্পানি এভারগ্রান্ড গ্রুপের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের কিছু কর্মীকে আটক করেছে দক্ষিণ চীনের পুলিশ। কোম্পানিটির দুরবস্থার কারণে নতুন করে তদন্ত করতে এই কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে।

শেনজেন সিটি পুলিশ গত শনিবার রাতে সামাজিক মাধ্যমে দেওয়া বিবৃতিতে বলেছে, এভারগ্রান্ডের সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির ডিউ লিয়াং ও অন্যান্য সন্দেহভাজন অপরাধীর বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এভারগ্রান্ডের দুর্দশার বিরুদ্ধে ২০২১ সালে শেনজেনে কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে যখন বিনিয়োগকারীরা বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছিলেন, তখন ডু লিয়াং নাকের একজনকে প্রধান কার্যালয়ের কর্মীরা এভারগ্রান্ডের সম্পদ ব্যবস্থাপনা বিভাগের মহাব্যবস্থাপক ও আইন বিভাগের প্রতিনিধি হিসেবে চিহ্নিত করেছিলেন।

তবে রয়টার্স নিশ্চিতভাবে বলেনি যে আটক ব্যক্তিদের মধ্যে ডু লিয়াং আছেন। এ ছাড়া পুলিশের বিবৃতিতে আটক ব্যক্তিদের সংখ্যা, তাঁদের বিরুদ্ধে করা অভিযোগ বা তাঁদের গ্রেপ্তারের দিনক্ষণও উল্লেখ করা হয়নি। রয়টার্স এ বিষয়ে এভারগ্রান্ডের মন্তব্য চাইলে সেই অনুরোধে তারা সাড়া দেয়নি।

পুলিশ বলেছে, কোম্পানিটির আর্থিক ব্যবস্থাপনা ইউনিটের বিরুদ্ধে তদন্ত চলছে। এ ছাড়া বিনিয়োগকারীদের কাছে যদি আর্থিক অনিয়মের আর কোনো তথ্য–প্রমাণ থাকে, সেগুলো পুলিশের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানিয়েছে তারা।

এভারগ্রান্ড গ্রুপ বিপুল দেনার চাপে ডুবতে বসেছে। বিশ্বে আবাসন কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঋণ এখন তাদের। চীনের আবাসন খাতে এখন যে সংকট চলছে, তার মূল কারণ এই এভারগ্রান্ড। ২০২১ সালের শেষ দিকে কোম্পানিটি ঋণখেলাপি হয়ে পড়ে, যে কারণে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের অর্থনৈতিক পুনরুদ্ধার ব্যাহত হচ্ছে। চীনের জিডিপির ৩০ শতাংশ আসে আবাসন খাত থেকে। এই খাতের সংকট দেশটির অর্থনীতির জন্য কতটা বিপজ্জনক, তা এই তথ্য থেকেই বোঝা যায়।

ঋণ পরিশোধ করতে না পেরে কোম্পানিটি ঋণ পুনর্গঠন করছে। এই প্রক্রিয়া বেশ দীর্ঘমেয়াদি আর সে জন্য তাকে কিছু সম্পদ বিক্রিও করতে হয়েছে। এর মধ্যে গত শুক্রবার এভারগ্রান্ড জানিয়েছে, সেপ্টেম্বর মাসে যেসব অফশোর ঋণ পুনর্গঠনের কথা ছিল, তা পরের মাসে পিছিয়ে নেওয়া হয়েছে।

শেয়ারবাজারে এভারগ্রান্ডের স্টকের লেনদেন গত ২৮ আগস্ট পর্যন্ত ১৭ মাস স্থগিত ছিল।

এদিকে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান মুডিস চীনের আবাসন খাতের ঋণমান হ্রাস করেছে। দেশটির দুর্দশাগ্রস্ত আবাসন খাতের ঋণমান স্থিতিশীল থেকে নামিয়ে নেতিবাচক করেছে তারা। সংস্থাটি আরও বলেছে, সরকারের সমর্থন সত্ত্বেও চীনের আবাসন খাতের বেচাবিক্রি খুব একটা বাড়বে না।

এভারগ্রান্ড গ্রুপ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে দেউলিয়া ঘোষিত হওয়ার জন্য আবেদন করেছে। তাদের মোট ঋণের পরিমাণ ৩০ হাজার কোটি ডলার। জুলাই মাসে তারা জানিয়েছে, গত দুই বছরে কোম্পানিটি আট হাজার কোটি ডলারের সম্পদ হারিয়েছে।