আট দফা কমার পর এবার বাড়ল সোনার দাম
টানা আট দফা কমার পর দেশের বাজারে সোনার দাম বেড়েছে। আজ শনিবার সোনার দাম প্রতি ভরি সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। তাতে হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হবে ১ লাখ ১০ হাজার ২১৩ টাকা। নতুন দাম আগামীকাল রোববার থেকে কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার মূল্যবৃদ্ধির বিষয়টি জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়েছে। তাই সমিতির মূল্য তদারকি কমিটির এক সভায় সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে।
নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট মানের সোনার মূল্য বৃদ্ধি পেয়ে প্রতি ভরি ১ লাখ ১০ হাজার ২১৩ টাকায় দাঁড়িয়েছে। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ৯০ হাজার ১৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ৭৪ হাজার ৯৮৯ টাকা।
আজ শনিবার পর্যন্ত দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ছিল ১ লাখ ৯ হাজার ১৬৩ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪ হাজার ১৯৫ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ৮৯ হাজার ৩১১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল প্রতি ভরি ৭৪ হাজার ২৭৬ টাকা। সে হিসাবে মূল্য সমন্বয়ের কারণে প্রতি ভরি ২২ ক্যারেটে ১ হাজার ৫০ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটে ৮৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ৭১৩ টাকা দাম বেড়েছে।
সর্বশেষ গত ২১ এপ্রিল দেশে সোনার মূল্য বৃদ্ধি পেয়েছিল। এরপর টানা আট দফায় দাম কমে মূল্যবান এ ধাতুর। ২১ এপ্রিল দাম বাড়ার পর প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা, যা ছিল দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।