ঈদ কেনাকাটায় যা সাশ্রয় হচ্ছে বিকাশ-নগদ-উপায় লেনদেনে

সমাজের বড় একটা অংশের মানুষের কাছে ঈদ মানেই কেনাকাটা। সেই তালিকায় থাকে নতুন জামাকাপড়, জুতা, গয়না এমনকি গৃহস্থালি সামগ্রীও। আবার ঈদের আগে ও পরে বিদেশভ্রমণও বেড়ে যায়। এমন সময়ে ব্যাংকের কার্ডের মতো মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) প্রতিষ্ঠানগুলোও কেনাকাটা আরও সাশ্রয়ী করতে দিচ্ছে নানা অফার। এ তালিকায় এগিয়ে আছে শীর্ষ এমএফএস প্রতিষ্ঠান বিকাশ ও নগদ।

এসব অফারের ফলে নগদ টাকা বহনের ঝক্কি দূর হয়, অপর দিকে কম খরচে কেনাকাটা করতে পারেন গ্রাহকেরা। এবার যেসব অফার দেওয়া হয়েছে, তা চলবে চাঁদরাত পর্যন্ত।

বিকাশ ও নগদের কর্মকর্তারা বলছেন, ঈদের কেনাকাটার জন্য অনেকে নতুন করে গ্রাহক হচ্ছেন, যাঁরা বছরজুড়ে সেবা ব্যবহার করবেন। এতে আনুষ্ঠানিক লেনদেন বাড়বে, পাশাপাশি কমবে নগদ টাকার ব্যবহার। এর ফলে এসব সেবার ব্যবহার বেড়ে যায়, কেনাকাটাও বেড়ে যায় কয়েক গুণ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৯১১। কিন্তু দেশে মোবাইলে আর্থিক সেবায় (এমএফএস) গ্রাহকের সংখ্যা গত ফেব্রুয়ারিতে ছিল ১৯ কোটি ৬৭ লাখ ৫৯ হাজার ১৭১। এর কারণ হলো, একজন গ্রাহক একাধিক সেবায় হিসাব খুলতে পারেন। ফলে প্রকৃতপক্ষে ঠিক কত নাগরিক এমএফএসের আওতায় এসেছে, তা বলা যাচ্ছে না। তবে প্রায় প্রতিটি পরিবারেই সেবাটি পৌঁছে গেছে বলে খাতসংশ্লিষ্টরা মনে করেন।

কোভিড মহামারির সময় সরকারি প্রণোদনার টাকা বিতরণের অন্যতম মাধ্যম হয়ে উঠেছিল এমএফএস। এ কারণে অনগ্রসর গোষ্ঠীও এই সেবায় চলে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত ফেব্রুয়ারিতে এসব সেবায় লেনদেন হয়েছিল ৯৭ হাজার ৩০৭ কোটি টাকা। এর মধ্যে ৩ হাজার ৫৩২ কোটি টাকা খরচ হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে অর্থ পরিশোধে, যার বড় অংশ ছিল কেনাকাটায়। ঈদ ও বৈশাখের কেনাকাটায় তা বেড়ে যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

খাতসংশ্লিষ্টরা বলছেন, অফার সম্পর্কে জানিয়ে প্রায় প্রতিটি শোরুমে ব্যানার টানানো হয়েছে অথবা ঘোষণা দেওয়া হয়েছে। এরপরও নিশ্চিত হতে পণ্যমূল্য পরিশোধের আগে কাউন্টার থেকে নিশ্চিত হয়ে নেওয়া ভালো। পাশাপাশি এমএফএসগুলোর ওয়েবসাইট ও ফেসবুক পেজেও বিস্তারিত তথ্য রয়েছে।

বিকাশে যত ছাড়

শীর্ষ এমএফএস প্রতিষ্ঠান বিকাশ পবিত্র রমজান ও ঈদের কেনাকাটা আরও বর্ণিল, সহজ এবং সাশ্রয়ী করে তুলতে এবারও ক্যাশ ব্যাকসহ বেশ কিছু অফার নিয়ে এসেছে। ঈদের আগে কেনাকাটা করে বিকাশে পেমেন্ট করলে দুই হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট কুপন পাওয়া যাচ্ছে।

রমজান মাসজুড়ে নির্দিষ্ট রেস্তোরাঁয় ইফতার ও সাহ্‌রিতে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং প্রতি ঘণ্টায় সর্বোচ্চ পেমেন্ট করা তিনজন গ্রাহকের জন্য এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ।

নির্দিষ্ট কিছু আউটলেট থেকে পছন্দের যেকোনো পোশাক, জুতা ও অ্যাকসেসরিজ কিনে বিকাশে পেমেন্ট করলেই একজন গ্রাহক ২০ শতাংশ বা সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক পেতে পারেন। অফার চলাকালে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকা ক্যাশব্যাক পাচ্ছেন। একই সুযোগ থাকছে অনলাইন শপ থেকে কেনাকাটায়ও।

এ ছাড়া ফেসবুকে পছন্দের শপ থেকে কেনাকাটা করে বিকাশে পেমেন্ট করলে পাওয়া যাচ্ছে ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক। একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০০ টাকা এবং অফার চলাকালে ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারেন। নির্দিষ্ট আউটলেট থেকে বিকাশ পেমেন্টে পছন্দের পোশাক, জুতা বা ইলেকট্রনিক পণ্য কেনাকাটায় ৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন পাচ্ছেন গ্রাহকেরা।

অফার চলাকালে নির্দিষ্ট আউটলেট থেকে ন্যূনতম দেড় হাজার টাকার বিকাশ পেমেন্ট করলে প্রতিবার পাওয়া যায় ২০০ টাকার কুপন। একজন গ্রাহক সর্বোচ্চ তিনবার ২০০ টাকা করে মোট ৬০০ টাকার ডিসকাউন্ট কুপন উপভোগ করতে পারছেন। কুপন পাওয়ার পরবর্তী সাত দিন পর্যন্ত তা ব্যবহারের মেয়াদ থাকবে এবং কুপন ব্যবহার করতে হলে ন্যূনতম এক হাজার টাকার কেনাকাটা করতে হবে।

এ ছাড়া নির্দিষ্ট সুপারস্টোর থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে বিকাশে পেমেন্ট করলে ৫০০ টাকার ডিসকাউন্ট কুপন পাওয়া যাচ্ছে। ন্যূনতম এক হাজার টাকার নিত্যপণ্য কিনে বিকাশে মূল্য পরিশোধ করলে প্রতিবার ১০০ টাকা করে সর্বোচ্চ পাঁচবার এই অফার উপভোগ করতে পারছেন। অফারটি শুধু বৃহস্পতি, শুক্র ও শনিবার উপভোগ করা যাবে।

নগদে গাড়ি জেতার সুযোগ

দ্বিতীয় শীর্ষ এমএফএস প্রতিষ্ঠান নগদ ঈদের কেনাকাটায় তাদের মাধ্যমে মূল্য পরিশোধ করে বিএমডব্লিউ গাড়ি জেতার সুযোগ দিয়েছে। এই অফারে আরও রয়েছে টয়োটা গাড়ি, মোটরসাইকেল, রেফ্রিজারেটর, টেলিভিশন, স্মার্টফোন, স্মার্টওয়াচ, হেডফোনসহ শত শত পুরস্কার। নির্দিষ্ট মার্চেন্টে ৫০০ টাকা বা তার বেশি কেনাকাটা করে এসব পুরস্কার পাওয়ার সুযোগ করে দিয়েছে নগদ।

এ ছাড়া যেকোনো কেনাকাটায় নগদের মাধ্যমে লেনদেনে সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হচ্ছে। পাশাপাশি নির্দিষ্টসংখ্যক গ্রোসারিতে এক হাজার টাকা পেমেন্ট করে গ্রাহকেরা ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। লাইফস্টাইলে ১৫ শতাংশ এবং ফার্মেসিতে ১০ শতাংশ ক্যাশব্যাকও উপভোগ করার সুযোগ দিচ্ছে নগদ।

নগদের যোগাযোগ বিভাগের প্রধান জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা গ্রাহকদের কাছ থেকে অনেক ভালো সাড়া পাচ্ছি। বিশেষ করে বাজারে নগদের কয়েকটি অফার খুবই সাড়া ফেলেছে। ফলে গ্রাহক আগের চেয়েও আরও বেশি বেশি নগদের মাধ্যমে লেনদেন করছেন। তাতে তারা বেশি বেশি লাভও পাচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘নগদ পেমেন্টে কেনাকাটায় কোটি টাকার বিএমডব্লিউ গাড়ির অফারের বাইরেও সহজেই এবং কম খরচে বিদেশ থেকে রেমিট্যান্স আনার সেবা চালু হয়েছে। ফলে সেবার আওতা বেড়েছে এবং গ্রাহকের স্বাচ্ছন্দ্য নিশ্চিত হয়েছে।’

উপায়ে ১৫% ছাড়

এদিকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান উপায় ঈদের কেনাকাটায় মূল্য পরিশোধে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে। তবে প্রতিটি লেনদেনে মিলছে সর্বোচ্চ ১০০ টাকা ও পুরো অফার চলাকালে ২০০ টাকা ছাড় মিলছে।

যেসব ব্র্যান্ডের পণ্য কিনতে এসব ছাড় মিলছে সেগুলো হলো লোটো, রং বাংলাদেশ, স্মার্টেক্স, রনেশন, কুমুদিনী হ্যান্ডিক্রাফট, ঢাকা বুট বার্ন, কো ওয়াক, ইরানী বোরকা বাজার, কুইন ফ্যাশন, দেশাল, মনসুন রেইন ও ক্যাটস আই।