আইএমআইডির প্রতিবেদন নিয়ে তদন্ত কমিটি

বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমআইডি) বিদ্যুৎ খাত–সংক্রান্ত প্রতিবেদনের বিষয়বস্তু নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। আইএমআইডির অতিরিক্ত সচিব গাজী মো. সাইফুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট এই কমিটি করা হয়েছে। সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে। আইএমইডি সূত্রে এ তথ্য জানা গেছে।

কয়েক দিন আগে আইএমইডির এক প্রতিবেদনে বলা হয়, ভাড়ায় বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জ দেওয়াসহ পুরো বিষয়টি একটি লুটেরা মডেল। গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর এর প্রতিবাদ করে অবশ্য আইএমইডি। তারা ওই অধ্যায় বাদ দিয়ে নিজেদের প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ করে।

নাম প্রকাশ না করার শর্তে আইএমইডির একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, তদন্ত কমিটি আজ মঙ্গলবার কাজ শুরু করেছে। তারা সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করবে।